আমাদের কথা খুঁজে নিন

   

ঈর্ষা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

ঘাস রং প্রেমিক তুমি যাকে তুমি অজস্র বার বোঝাতে চাও, তুমি অতুলনীয় ভাবে ভালোবাস আমাকে যে কারনে গলায় ফাঁস লাগিয়ে বল কেমন ব্যথা সহ্য করতে পারো ? আগুনে পুড়িয়ে দাও মস্তিষ্ক আগুনে পোড়াও যৌবন যেন অন্য কেউ তোমার শরীরকে ভালোবাসতে না পারে বুঝেছি ঘাস রং পুরুষ তোমার নিষ্ঠুরতা কত বন্য ! ঘাস রং জীবনে ফোটাতে পারিনি গোলাপী ফুল উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমে ছুটেছি রূপসী নগরীতে নিজের ঈর্ষা জলে ফেলতে হাত না বাড়ালে মনটাকে বোঝাও যদি ভালোবাসার জন্য নির্মোহ নির্লোভ একজন সমুদ্র পুরুষ তুমি পারনি হতে ঈর্ষাহীন ঘাস রং প্রেমিক হতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।