আমাদের কথা খুঁজে নিন

   

অনাহুত একজন বিদায়ের পর

জীবনের জন্যই এই সব কথামালা _ _ _ আমি নাই ভোরটা কেমন হবে? পাখিরা নিশ্চয় সারাবেলার গান শুরু করবে সব দুষ্ট বালকেরা কথা শুনবে মায়েদের প্রজাপতিরা নিশ্চয় এখনকার মতো লুকাবেনা ফুলেদের ঠোট ছুয়ে ভালাবাসাবাসি চলবে নিরন্তর! রোদ ছড়ানো দুপুরটা ও নিশ্চিন্ত রবে মেঘ প্রাচীর হয়ে সামনে কেউ নেই অভাবী মায়ের উঠোন ছড়ানো ধান বৃষ্টির উৎপাতে ভিজবেনা আর। দেয়ালে দেয়ালে রচিত হবে হাসির ইমো পৃথিবীটা স্বর্গপুরীতে মোড় নেবে! পড়ন্ত বিকেলটা ও আমি কল্পনা করতে পারি চিৎকার, চেচামেচি আর কোলাহল রবেনা প্রিয়জনের সান্নিধ্যে পৌছা নিয়ে ও চিন্তা নয়; শহরের অলিগলিতে বাহারে ফুলের মেলা হবে কপোত কপোতিময় রাজপথ! রাত্রিটা ও নিশ্চয় মনোমুগ্ধকর হবে আলোময় চারপাশ, অবিরত জোৎস্না সুরা আর সংগীতের আবহে আনন্দ ভোরের প্রতীক্ষাটা ও সুন্দর হবে। মাতাল কেউ হয়তো গলাটা ঝেকে নেবে চরম ক্ষোভে, ‘’আপদটা বড্ড পুড়িয়ে গেলো’’! কেউ কন্ঠ মেলাবে ‘অশুভ কিছু মনে রাখতে নেই’ আর আমি, একটা পৃথিবীকে জঞ্জালময় রাখার অপরাধে আরো কিছু অপবাদ প্রার্থনা করবো। অনাহুত একজন পৃথিবী ছাড়ার পর ও নিশ্চয় ভালো কিছুর আকাঙ্ক্ষা করেনা !! ইদানিং লেখাগুলো প্রথম যেখানে জমা করি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।