সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
বিধাতার বীণায় যে সূরের ঝংকার সে আমাদের কানে পৌছে না , জীবনের ঘটনা প্রবাহ সূর হয়ে বাঁজছে তার বীণায় , সে আপন মনে একাকি বুনছে ছন্দ - গাঁথা , কখনো গভীর ,কখনো ভাসা ভাসা ।
আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমার ঘনিষ্ট বান্ধবীর স্বামী যে আগে থেকে লিভারের দুরারোগ্য ব্যধির শিকার , দেখা গেল বেশী অসুস্থ হয়ে পড়েছে । সবাই চিন্তিত হয়ে পড়ল , কদিন একই রকম থাকবার পরে আবার খারাপ হতে থাকল । বিভিন্ন পরীক্ষার ফলাফল দেখে সবাই ঘাবড়ে যাচ্ছে এমন অবস্থা । একদিন আমি তার কেবিনে ঢুকতেই বললেন , ' আস , আস আমার তো টিকেট কাটা হয়ে গেছে ,আর দেরী নেই ' ।
আমি বুঝেও না বোঝার ভান করলাম । বললাম কোথায় যাচ্ছেন শরীরের এ অবস্থা নিয়ে ? আমরা সবাই জানতাম তখন ওনার অ্যাবসলুউট বেড রেস্টে থাকার কথা । উনি হেসে দিয়ে বললেন ওপারের টিকেট ; জানতে চাইলাম হাতে পেয়েছেন কিনা , দিন তারিখ কনফার্ম জানেন কিনা ,তারপরে এও বললাম আমাকেও তো ওপারে যেতে হবে সেটার সময়টা বলে দেন, আজ , এখুনি না কখন জানলে ভাল হত । ইনি পরে খুব হাসলেন আর বললেন , তোমার সাথে পারা যাবেনা ।
উনি পেশায় চিকিৎসক এবং সৎ মানুস হিসেবে পরিচিত , সে সাথে কর্মঠ ।
দেখেছি তার কর্মস্থলের মানুষদের সহানুভুতি যেটা একসময় তার জন্য সব রকম চিকিৎসা করার জন্য উদ্যোগী করে তাদের । তবে তার শরীর পারমিট করছিল না লিভার প্রতিস্থাপন করা । কেমন অসহায় হয়ে পড়ছিলাম আমরা সবাই , তার দুই ছোট বাচ্চা , তাদের মা ---এদের কথা ভাবতে তখন পৃথিবী অন্ধকার লাগতো । দেখেছি কেবিনের বাইরে বয়ষ্ক প্রফেসর কান্নায় ভেঙ্গে পড়ছে । একবার একজন শিক্ষিকা ( মেডিকেল কলেজের ) আমাকে ওনার বিস্তারিত জিজ্ঞাসা করা অবস্থায় বললেন ,' আমি আর শুনতে পারছি না ,কারন ভাবতে পারছি না কি হতে যাচ্ছে ', আমি ওনাকে বলেছিলাম ,আমার মন বলছে উনি ভাল থাকবেন ।
আর আল্লাহর অসীম রহমতে আজও উনি বেঁচে আছেন , ভাল আছেন ওই অসুখটা নিয়ে ; কিছুদিন আগে পি. এস. সি ফেস করে ওনার একটা প্রমোশনও হয়েছে । আমার বান্ধবী যাদু দেখিয়ে এক চান্সে পরপর দুটো ডিগ্রী এবং আরেকটা ডিগ্রীর হাফ নিয়ে ফেলেছে বিগত দুই বছরে । রোজার ঈদের পর ওদের বাসায় দেখলাম বহাল তবিয়তে উনি সব ধরনের খাবার খাচ্ছেন । দীর্ঘদিন অনেক ধরনের খাদ্য খাওয়া নিষিদ্ধ ছিল তার জন্য । বি.এস .এম. এম .ইউয়ের ডাক্তার রা তাকে নতুন একটা ঔষধ দিয়েছিল , যেটা আল্লাহর ইচ্ছায় তাকে ভাল রাখছে এবং তার ক্ষেত্রে কার্যকরী হয়েছে ।
অথচ যে শিক্ষিকা উদ্বিগ্ন ছিলেন এনার দুঃসময়ে গত বছর হঠাৎ তার স্বামী মারা যান ।
প্রভুর লীলা খেলা বোঝা বড় শক্ত । আমরা কেউ জানিনা অনাগত দিন আমাদের জন্য কি নিয়ে আসছে , ভালটাই আশা করি সবার জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।