/
রাতটা অমাবস্যা হয়ে উঠল অকস্মাৎ
ধোপদুরস্ত দিনের পালাবদল
অমানিশার অন্ধকার লেগে গেল চোখে
আগত স্বপ্নের দুর্দিন! দুঃস্বপ্নের পরাবাস্তব জগতে
অযুত নিযুত বিক্ষোভ অথচ মৌনব্রত নিস্তব্ধতা!
আমাদের সন্ধিক্ষণ হাপিশ হয়ে গেল
তোমার অন্তর্ধানে আমার নিবীর্য বাসর
রাতভর পরিপাটি ফরসা চাদরে।
সম্ভাব্য সন্তানের মৃত্যু প্রথম প্রহরে!
সঞ্চারিত রক্তাবেগ ধমনী শিরায়
তাবৎ দুনিয়ায় আমার অদম্য বমন
আবেগী প্রাণের কি অবসন্ন বিলাস!
তোমার সঙ্গে আমার মিলিত উত্বারাধিকার!
জঘন্য রাত্রির জেগে থাকা নির্ঘুম জগত
আগামী দিনদের সামনে জীবিত ও মৃত্যুবৎ
স্বপ্নহীন তারল্য চোখ অশ্রুহীন মুর্ছায়
বর্ধিষ্ণু দিনেদের ক্রন্দন সুতীব্র প্রসব ব্যথায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।