মুজিব পরিবারে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই : এম কে আনোয়ার
স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে বিএনপিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ফলভোগী হলেও শেখ মুজিবের পরিবারে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই।
গতকাল সকালে মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এম কে আনোয়ার বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন ও রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।
জিয়া পরিবারে জিয়াউর রহমান নিজেই মুক্তিযোদ্ধা। পক্ষান্তরে শেখ মুজিবের পরিবারে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ করেও আওয়ামী লীগের রাজনীতি না করলে তাকে রাজাকার বলা হয়। আর মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ করলে সে মুক্তিযোদ্ধা হয়ে যায়। এ কারণেই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ও অলি আহমেদ বীর প্রতীককে এখন রাজাকার বলা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের রাজনীতি এদেশের মানুষ পছন্দ করছে না। জাতির শ্রেষ্ঠ বীরদের প্রতি বিষোদগার এ সরকারকে পতনের দিকেই নিয়ে যাচ্ছে।
আমারদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।