আমাদের কথা খুঁজে নিন

   

টাকা থাকলে চারটা করতাম...

পেকে পাকা পেপে ঢাকা সিটি কর্পোরেশন কে বিভক্ত করা প্রসংগে সংসদে প্রধানমন্ত্রী বলেন টাকা থাকলে তিনি ডিসিসিকে চার ভাগে চারটি পৃথক সিটি কর্পোরেশন করতেন। প্ রধানমন্ত্রীর এই কথায় দুটি বিষয় সুস্পষ্ট বুঝা যায়-- ১) তার (প্রধানমন্ত্রীর ) কাছে টাকা নাই। ২) ডিসিসিকে বিভক্ত করতে টাকা লাগে। যতবেশী বিভক্ত করা হবে ততবেশী টাকা লাগবে। কথা হল প্রধানমন্ত্রী নিজে যেথেষ্ট অবগত দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা।

যদিও রাজনৈতিক কারনে তিনি তা সরাসরি স্বীকার করেন না। কিন্ত তার কর্মকান্ড অর্থনৈতিক মন্দাবস্থা নিশ্চিত করে। আতি সম্প্রতি তার সরকারের কয়েকটি অর্থনৈতিক মন্দাবস্থার স্বাক্ষী #:: সরকার পরিচালনায় লাগামহীন ভাবে ব্যাংক ঋন গ্রহন । #:: ভুর্তকির দায় জনগনের উপর চাপানো সরুপ তেল ও গ্যাসের কয়েক দফা মূল্য বৃদ্ধি । #:: কুইক রেন্টাল প্লান্টের মাধ্যমে জনগনকে দ্রুত সেবা প্রদান আর সইতে না পেরে বিদ্যুদতর দফায় দফায় মূল্য বৃদ্ধি ।

#:: শেয়ার বাজার সচল রাখতে এসইসি, ডিইসির বোর্ড ও আইন কানুন ঢেলে সাজানো, চৌদ্দ রকম কমিটি, মনিটরিং, ম্যানেজিং, মন্ত্রী আমলাদের দিনে রাইতে পদক্ষেপ, ব্যাংক বীমা, প্রতিষ্ঠানিক বিনিয়োগ কারীদের ফোর্সড বাই (আগে শুনতাম ফোর্সড সেল) এবং দৌড় ঝাপ করতে করতে শেয়ার মার্কেট কে আইসিইউ তে নিয়াও অর্থমন্ত্রী যখন দেখল পুজি বাজারের হার্ট বিট শুধু কমছে আর কমছে__ ইন দ্যাট টাইম তার সরল স্বীকারক্তি "আমি শেয়ার বাজার বুঝিনা" ছাইরা দে মা কাইন্দা বাচি অবস্থা। বেচারার আর দোষ কি ? সারাদেশের অর্থনৈতির যখন ডাইবেটিস। কিডনী, লিবার, পোষ্টেট গ্ল্যান্ড, সব নষ্ট আরও আছে আলসার, ক্যানসার। একটা রোগের ঔষধ দিলে দুইটা রোগের অবনতি হয়। অতএব এবার প্রধানমন্ত্রীর পালা শুরু।

তিনি কয়েক দফা উচ্চ পর্যায়ে দেন দরবার করে মহাঔষধ হাই ডোজের "প্রমোদনা প্যাকেজ" তিন পর্যায়ে প্রয়োগ করার জন্য প্রেসক্রিপশন দিলেণ। প্রথম ডোজ দূরারোগ্য রোগাক্রান্ত শেয়ার বাজারে প্রয়োগ করলে অবস্থার আরও অবনতি ঘটে। অবশেষে সয়ং প্রধানমন্ত্রী সংসদে বললেন" শেয়ার বাজারে লস করার মানসিকতা নিয়ে শেয়ার ব্যবসায় আসবেন"। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেন ডিসিসিকে দুইভাগ করলে জনগন অধিক সেবা পাবেন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরন হবে। প্রশ্ন হল ১) প্রধানমন্ত্রী যদি গনভবন থেকে যদি সারা বাংলাদেশের মানুষের খোজ খবর রাখতে পারেন তাহলে একজন মেয়র নগরভবন থেকে শুধু ঢাকা শাশন করতে পারবেন না ? ২) নাকি বাংলাদেশের ও বাংলার মানুষের উন্নয়ন ও উন্নতীর জন্য ভবিষ্যতে দেশকে দুই বা ততোধিক ভাগে বিভক্ত করার সম্ভাবনা আছে ? ৩) সুয়ারেজ, ওয়াসা, ডেসা, টি এন্ড টি ইত্যাদি কর্পোরেশনের অধীনে দেয়ার নাম নাই কিন্ত সমানে বলতেছে সেবার মান বৃদ্ধি পাবে।

#তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা চ্যানেল আই এ বলেন- সরকার জনগনের মতামতের কোন মূল্য দিচ্ছেনা। কোন গনতান্ত্রিক সরকারের আচরন এ রকম হওয়া উচিত নয়। যেখানে আমরা দেশের কোন মানুষ ঢাকা বিভক্তির পক্ষে নয় সেখানে সরকার মানুষের মতামতের কোন মূল্য না দিয়ে মাত্র চার মিনিটে ঢাকা বিভক্তির বিল পাশ করল। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি দুঃখ করেন। #আওমিলীগ নেতা ও টিভি ভ্যাক্তিত্ব মান্না বলেন এই বিজয়ের মাসের প্রথম দিন সব নানা ভূল, বিতর্কিত, সংশয় আর ব্যার্থতার আলোচনা হল।

একটিও আশার কথা আলোচনায় আসেনি। #সাংবাদিক সৈয়দ আনোয়ার (ডেইলি সান) বলেন সরকারে সব কাজ অদূরদর্শী অপরিকল্পিত। ঢাকা বিভক্তি তার একটি। এটাতে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে পরবে এবং দুই ঢাকায় একটি বিবেদ ও বৈষম্য তৈরি হতে পারে। #সাংবাদিক নাঈম বলেন "ভাগের মা গঙ্গা পায় না" বা ভাগের ঢাকা সেবা পাবেনা।

তিনি আরও বলেন ভাগটা গরীব আর ধনীর। রীচ নর্থ, পুওর সাউত। #উভয় দুই সাংবাদিক খালেদা জিয়ার আজকের বক্ত্যব্যে দেশের বর্তমান পরিস্থিতির পুর্ন বহিঃপ্রকাশ বলে মনে করে এবং এটিকে সময়োপযোগী সঠিক বক্তব্য বলে মতামত দেন। ### সরকারদলীয় মন্ত্রী, এমপি ছড়া কাউকে ঢাকা বিভক্তির স্বপক্ষে বলতে দেখি নাই। তারপরও সরকার এটা করল।

মনে হয়না টেকসই হবে ### ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.