আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ জাতীয় পতাকা, জাতীয় পরিচয় এবং কতিপয় বেজন্মা

একটি বৈষম্যহীন, শোষণহীন, অসাম্প্রদায়ীক ও ঐক্যবদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখি এটা একটা আলোচনা পোস্ট। আমিও এখানে লেখকের ভূমিকায় না থেকে আলোচক হিসেবে থাকব। তাই এই পোস্টে পারত পক্ষে কোন "লেখক বলেছেন" বিষয়টা থাকবে না। আলোচনার বিষয় বস্তুর ইঙ্গিত কিছুটা শিরোনামে দিয়েছি। এখানে কিছুটা বিশ্লেষন করা যাক।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজের মাধ্যমে পুরোনো বিতর্ক আবার জেগে উঠেছে। কতিপয় জন্ম পরিচয়হীন বাঙালী নিজের অতীত ভুলে গিয়ে পাকিস্তান নামক দেশটির পতাকা নিয়ে বাংলাদেশের ব্যর্থতায় উল্লাসে ফেটে পড়েছে। ব্যপারটা আমার কাছে খুব একটা আনন্দদায়ক মনে হয়নি। বরং আমার কাছে মনে হয়েছে এর মাধ্যমে জাতি হিসেবে আমাদের সম্মান নিম্নগামী হয়েছে। এবং আমি চাই এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট ঘোষনা রাষ্ট্রীয় পর্যায় থেকে আসুক।

একজন বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের বিপক্ষ দলের পতাকা নেয়া কেন রাষ্ট্র বিরোধী হবে না এবং এই ব্যপারে সংবিধান, আইন কি বলে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কি করনীয় এ ব্যাপারে আলোচনা হতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।