প্রযুক্তি ভালোবাসি আরও ভালোবাসি ফটোগ্রাফি যদিও ভাল একটা ক্যামেরা নাই ;( প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির সময়ে শেয়ারবাজার ঝিমিয়ে ছিল। শেয়ারবাজার নড়েও না, চড়েও না। যখন আমরা ক্ষমতায় আসি, তখন মানুষের আস্থা বেড়ে যায়। ’ তবে তিনি সবাইকে দেখে-শুনে শেয়ারবাজারে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করলে লাভ যেমন হবে, তেমনি লোকসানও হবে। যাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করবেন, তাঁদের এটা মাথায় রাখতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় গেলে দুটো পদ্মা সেতু বানানোর কথা বলেছেন। তিনি তো পাঁচ বছর, পাঁচ বছর করে ১০ বছর ক্ষমতায় ছিলেন। ১০ বছরে কয়টা সেতু বানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, টাকা থাকলে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) চার ভাগে বিভক্ত করা হতো।
এতে করে জনগণকে আরও বেশি বেশি করে সেবা দেওয়া যেত। নাগরিকেরা বেশি বেশি সুবিধা ভোগ করত। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করে নাগরিক সুবিধা বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষ বলত বিদ্যুৎ নেই কেন? এখন কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন করছি তেল দিয়ে। এখন সবার প্রশ্ন, কী দরকার ছিল, এত টাকা খরচ করে বিদ্যুৎ উৎপাদনের?’
সূত্রঃ পরথম আলু ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।