আমাদের কথা খুঁজে নিন

   

অস্থির এক শুরু-BUET CSE Festival 2011

আমি পাগলামি করলে কিন্তু মাইন্ড কইরেন না....কারন;মাইণ্ড করলে জীবনে শাইন করতে পারবেন না ওরে রে রে!! চিল্লাইতে চিল্লাইতে গলা ফাইটা গেল...... কায়কোবাদ স্যার,সোহেল স্যার,ইউনুস স্যার,সুকর্ন স্যার আর নাশিদ স্যার এর বেলুন উড়ানোর মধ্য দিয়ে যাত্রা শুরু CSE FEST-2011 এর। এরপর শুরু হয় র‍্যালি...... এ র‍্যালি সে র‍্যালি নয়...... এ হল পুরা রাস্তা দাপিয়ে বেড়ানো। দৌড়াইতে দৌড়াইতে আর লাফাইতে লাফাইতে আমার স্যান্ডেল ই ছিইড়া গেল রাস্তার মানুষরা অবাক নয়নে আমাদের দিকে তাকাইয়া ছিল..."এই পুলাগুলান এম্নে চিল্লাইতেছে ক্যান!!!!??" তারপর ক্যাফেতে রিটার্ন করে লাঞ্চ.... এবং অতঃপর...... রিখটার স্কেলে ৬ মাত্রার ভুমিকম্প. উৎসস্থলঃবুয়েট ক্যাফে নাচের তোড়ে দুনিয়া উল্টাইয়া গে্ল,সিএসই পইড়া কিছু করতে না পারলেও নাচ দিয়াই দুনিয়া কাপাইয়া দেওয়া যাইব শেষ কথাঃ আফদেট প্রানবন্ত না হইলে দুষ দিবেন না,সারাদিন লাফালাফি করার পর শরীরে আর তেল নাই,কাহিনী আর ভাল কইরা বুঝতে চাইলে একদিন চইলা আইসেন zzzzZZzz.......zzzz.....zzzZzzzz.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।