উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . গভীর তৃপ্তির মোহনীয় টানে চুক চুক ঝরে পড়া অজস্র অনুভূতির নি:শ্বাস ক্ষয়ে যাওয়া কিছু কিছু অব্যক্ত সুর কখনো গলে যাওয়া টানটান আবহ। ক্ষিপ্রতায় গুচ্ছে গুচ্ছে ঝর ঝর আবেশে ক্ষনে ক্ষনে অবিরত নুয়ে পড়া, নুয়ে যাওয়া, অথবা রয়ে সয়ে মিলিয়ে যাওয়ার কেচ্ছা। উর্ধ্ব থেকে অবনমন, কোথাও আরো কোথাও সম-অবস্থানে চলন সমতল, টিলা-পবর্তসম কিছুও অনুভূতি, রসালো আনন্দ কিছু। নির্লিপ্ত সময়, ঝনঝন যেন নয় কোথা বাজে ধ্বনি হয়ে মনে প্রতিধ্বনি তনুমন যায় যে কথন কোথা হে উর্ধ্ব গগন লুটিয়ে পড়ে নাকি মাটিতে। রুক্ষ তীব্রতায় মাঝে মাঝে হয় সাঙ্গ অবুঝ নিয়ন আলোও রয় পড়ে পিছে বন্য অথবা আদিম থেকে সুন্দর সব গ্রহ, নক্ষত্র, পৃথিবী সব কিছু যেন সব। ##
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।