আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে সাইবার যুদ্ধ পেজের স্ট্যাটাসের প্রতিবাদে

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে শাহবাগে সাইবার যুদ্ধ নামক পেজে গতকাল একটা স্ট্যাটাস এসেছে সেটার প্রেক্ষিতে আমার এই লেখা। স্ট্যাটাস টা ছিলঃ১৯৭৪ সালে পূর্ববাংলা সর্বহারা পার্টি স্বাধীনতা দিবসে বোমাবাজি করেছিল। ওই বোমাবাজির ভেতর দিয়ে সিরাজ সিকদারের পূর্ববাংলা সর্বহারা পার্টি প্রমাণ করেছিল; তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সিরাজ সিকদারের ওই কাজের ঠিক ৩৯ বছর পরে বাংলাদেশে স্বাধীনতা দিবসে আবার বোমাবাজি হলো, আবার গাড়ি পোড়ানো হলো, ট্রেনে আগুন দেয়া হলো। কাজগুলো হলো জামায়াত ও বিএনপির নেতৃত্বে।

অর্থাৎ স্বাধীনতার ৩৯ বছর পরে জামায়াত-বিএনপি স্পষ্ট প্রমাণ করে দিল তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ( বিস্তারিত ১ম কমেন্টস এ ) আমার লেখাঃ দালালি বন্ধ করে সোজা হয়ে যান। ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ফ্রুটিকার এড এর মতন বলি,"সময় থাকতে পিওর হোন,সাপোর্ট দিবে জনগন"। কোথায় সিরাজ সিকদার আর কোথায় জামাত-শিবির। শেখ মুজিবুর রহমান যে ভুট্টোর সাথে গলাগলি,চুমাচুমি করছিলেন তখন তাকে তো পাকিস্তান পন্থী বানাইলেন না।

শুনেন আপনাগো আইডল ভাষা মতিন ও স্বাধীনতা বিরোধী(আপনাদের সংজ্ঞা অনুযায়ী)। বালের কথা বাদ দিয়া কাজের কথা কন। শাহবাগে কুত্তা-বিলাই ও যায়না। রাস্তা ঘাটে গরীব মানুষ শুইয়া থাকে। খাবার নাই,ঘর নাই।

আপনারা আছেন ৪২ বছর আগে। বর্তমানের নাই খবর আবার বড় বড় কথা। বাংলাদেশের ইতিহাস পড়ে তারপর গণজাগরন করেন। চ্যাটের বাল কতডি আইছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আন্দোলনে। আরে,বেকুব,এই দেশের মানুষের কাছে আপনাদের এই সব জিন্সের প্যান্ট পরা মেয়েদের আন্দোলন কতটা গ্রহনযোগ্য সে সম্পর্কে কোন সেন্স আছে?সারা রাত ছেলেমেয়ে একসাথে বসে আছে এসম্পর্কে সাধারন জনতার মাইন্ডসেট কেমন কোন আন্দাজ নাই আপনাগো? উস্কানি দেন কেন জামাতিদের?ওদের হাতে আপনারা সব অস্ত্র ধরায় দিছেন।

পৃথিবীর সবচেয়ে ভয়ানক দলের হাতে রাজনৈতিক অস্ত্র দিছেন আপনারা। আপনারা ভাবেন যে ওদের জনসমর্থন কমে গেছে। কিন্তু ওদের বিখ্যাত বাশেরকেল্লা কিন্তু হয়ে গেছে হটকেক। আমার দেশ পত্রিকা এখন ঘরে ঘরে। অগনতন্ত্রী মনোভাবাপন্ন সরকার ও দোকান পুরিয়ে,হকার পিটিয়ে আটকাতে পারতেছেনা ।

স্কুল-কলেজ-ভার্সিটিতে সবখানে ডিভিশান হয়ে গেছে। চিন্তা কইরা দেখেন একবার। ১৫০জনের মতন মারা গেছে আপনাদের নাচগানের কারনে। আর আপনারা এখন রংগ করেন?করবেনই তো?আপনি তো আর রিকশা চালান না। আপনি তো দেশের অর্থনীতি টানেন না।

আপনিতো প্রবাসী শ্রমিক না। আর যদি সত্যিকার অর্থে কিছু করতেই চান। কিছু করেন ভাই। প্লিজ ভাই। কিছু একটা করেন।

যা কিনা বর্তমানকে ভালো কিছু দেয়। শহীদ রুমি স্কোয়াড তাও একটা চেষ্টা দিতাছে। আপনারা একটু মানুষ হোন। জামাত-শিবিরের নষ্টামি দূর হলেই ভালোই লাগবে। তবে প্লিজ এমন কিছু কইরেন না যাতে এরকম হয়ঃ ১০ বছর প্রবন্ধ লিখবেন আপনারা।

যার মূল বক্তব্য এই যে আমাদের মানুষকে বুঝতে ভুল হয়েছিল। ভাসানীকে বুঝতে যেমন ভুল হয়েছিল ঠিক তেমন। সো ভাই/বোন আবোল তাবোল পোস্ট না দিয়ে কাজের কথা লেখেন। কন্সট্রাকটিভ কিছু করেন দয়া করে। - ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।