আমাদের কথা খুঁজে নিন

   

মারে বন্দনায় ব্রিটেন

রোববার বৃটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৩৬ সালের পর প্রথম বৃটিশ হিসেবে উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন অ্যান্ডি মারে। ফাইনালে দ্বিতীয় বাছাই মারে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারান শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে।
সেন্ট্রাল কোর্টের রয়াল বক্সে বসে মারেকে উৎসাহ যুগিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সঙ্গে ছিলেন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েইন রুনি, অভিনেতা ব্র্যাডলি কুপার ও সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহাম।
খেলা শেষে ক্যামেরন বলেন, “এটা ব্রিটিশ টেনিস ও বিটেনের জন্য একটা অসাধারণ দিন।

অ্যান্ডি মারে কখনই  হাল ছাড়েননি এবং এটা ছিল চমৎকার। ”
রানি দ্বিতীয় এলিজাবেথ তেমন একটা টেনিস ভক্ত না হলেও মারেকে অভিনন্দন না দিয়ে পারেননি। মারেকে তিনি ব্যাক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
খেলা শেষ হওয়ার পর ক্রীড়া আর বিনোদন জগতের তারকারা মারেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা শুরু করেন।
অবসরে যাওয়া মার্কিন টেনিস তারকা অ্যান্ডি রডিক টুইটে লিখেছেন, “আমি নিশ্চিত যে অ্যান্ডি মারেকে শিগগিরই তার টুইটার নাম পাল্টে সার অ্যান্ডি মারে রাখতে হবে।


৭৭ বছরে প্রতীক্ষার অবসান হলো বছরের সপ্তম মাসের সপ্তম দিন। বছরটার অংকগুলোর যোগফলও সাত। হ্যারি পটারে অভিনয় করা ব্রিটিশ তারকা এমা ওয়াটসন মনে করিয়ে দিলেন, সাত সংখ্যাটি আসলেই সৌভাগ্য বয়ে এনেছে মারের জন্য।
ব্রিটিশ পত্রিকাগুলোও আর বসে থাকবে কেন? সোমবার প্রতিটি পত্রিকার মুল শিরোনাম অবশ্যই এই ঐতিহাসিক জয় নিয়ে।
ডেইলি টেলিগ্রাফের প্রথম পৃষ্ঠার শিরোনাম তাই ‘অ্যাট লাস্ট’।


দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রথম পৃষ্ঠায় বড় করে শিরোনাম ছিল ‘চ্যাম্পিয়ন’।
ডেইলি মেইলের প্রথম পাতার শিরোনাম ‘নাও ইট উইল বি অ্যারাইজ স্যার উইলিয়াম’। মারেকে নাইট খেতার দেয়া হবে বলে মনে করছে পত্রিকাটি।
রোববারের ম্যাচটি নিয়ে ব্রিটিশরা এতটাই মেতেছিল যে টিকেট হয়ে উঠেছিল সোনার চেয়ে দামি। ভায়াগোগো নামের একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী এক জোড়া টিকিটের দাম উঠেছিল রেকর্ড ৭১ হাজার পাউন্ডে (এক লাখ ৬ হাজার ডলারে), যা ২৬০ পাউন্ডের মূল টিকিটের ৩২০ গুন বেশি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.