আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নেরা উকি মারে আজো...........



প্রতিদিন স্বপ্ন দেখি স্বর্গে যাবো, হাওয়ায় ভেসে বেড়াবো, হৃদয়ের পাখা মেলে উড়বো সারা আকাশময়। কিন্তু স্বপ্ন কি সত্যি হবার? ঘুমেরা যখন চোখের উপড় পর্দা টেনে দেয় স্বপ্নের পরীরা ডানা মেলে নাচতে থাকে। ভালোই লাগে স্বপ্ন দেখতে। কিশোরী বেলার ভালোলাগার সে স্বপ্ন গুলিেক আজ মনের সিন্দুকে শক্ত তালা মেরে দিয়েছি। যৌবনের ভালোবাসার স্বপ্ন।

শুধু ভালোবাসা। কিন্ত আসলে কি সত্যি হয়? নাকি হৃদয়ে ক্ষত হয়ে গিয়েছে। নাকি শুধু মরুভূমি, কি জানি! বুঝতেও চাইনা। আবারো তালা মারার পথে। আজ আর স্বপ্ন নয়, শুধুই বাস্তবতা।

ঘুম পাড়ানির গান নয় শুধুই যে ঘুম ভাঙানোর গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।