আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালী মারে মারে মারে না... মারলে কলে ছাড়ে না!!!



একে তো কাস্টোমারের ভিড়ে মাথা খারাপ হওয়ার অবস্থা তার উপর আফঘানদের কাছে হার!

মাথা পুরা গরম! টীম মেম্বারদের সবাই বেশ বুঝতে পারছিল ম্যানেজারের মাথা আগুন! ভয়ে কেউ কিছু জিজ্ঞেস করতে পারছিল না।

আমার সব ঝাল গিয়ে পড়লো বেচারা পাকিস্তানি কর্মচারির উপর! তাকে বেশ চাপে রেখেছিলাম। যদিও নিজেও তার সাথে গিয়ে হাত লাগিয়েছি।

যাই হোক, ভিড় একটু কমলে পাকি ছেলেটিকে ব্রেক-এ পাঠাই।
১০ মিনিট পর তার মুচকি মুচকি হাসি আর দক্ষিণ ভারতীয় আরেক টীম মেম্বারের সাথে কানাকানি আর হাসাহাসি দেখে বুঝলাম তারা বুঝে ফেলেছে ব্যাপারটা কি!!!

তো একটু পর আমিও খানিক বিরতি নিয়ে স্টাফ রুমে গিয়ে বসলাম সেই পাকিস্তানি ছেলেটার সাথে।



প্রথমেই ছেলেটি বলে-

-আফঘানিস্তান তো বাংলাদেশকে হারিয়ে দিল।
-হু
-তোমাদের দল তো ভাল না।
-হু
-তোমাদের ক্রিকেট দলের পিছনে এত টাকা খরচ কেন কর আমি বুঝিনা!
-কারণ আমরা চাই না আমাদের ক্রিকেটাররা ঘুষ নিয়ে দেশের মান-ইজ্জত বেচে দেয়!

এইবার তার আঁতে ঘা লাগলো।
প্রতিবাদের সুরে বলে-
-এসব আসলে সব ভারতের চক্রান্ত!
-তাই???

এরপর শুরু হল ভারতের মুন্ডুপাত! ক্রিকেট থেকে তার কথা গড়িয়ে গেল রাজনীতির দিকে।
একথা সেকথার মাঝে সে আমাকে তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে দেয়! আমিও খুশি খুশি তাকে উৎসাহ দিয়ে কাজে ফিরে যাই।


কাজে ফিরে দেখি দক্ষিণ ভারতীয় ছেলেটা একা প্রিপারেশন রুমে কাজ করছে।

তার কাছে গিয়ে আমি ষড়যন্ত্রী মত নিচু গলায় বললাম-
-ওই পাকিস্তানি ছেলেটাকে তোমার কেমন মনে হয়??
-কেন? ভাল তো! অনেক ফানি ও।
-হুম, ভাল, তবে ওর কাছ থেকে একটু সাবধান থেকো!
-কেন কেন???
-না মানে, সে আমাকে বলছিল, সে পড়াশোনা শেষে দেশে ফিরে মিলিটারিতে জয়েন করতে চায়!
-ভাল তো, তো?
-কারণটা শুনলে তোমার ভাল লাগবে না।
-কি কারণ?
-সে শুধু ইন্ডিয়ানদের মারার জন্য মিলিটারিতে জয়েন করতে চায়।
(আমি সরল মনে পাকিস্তানি ছেলেটার মনের কথা ভারতীয় ছেলেটাকে জানিয়ে দেই )
-হোয়াট??!! পাকিদের কাছ থেকে এর চেয়ে ভাল কি আর আশা করা যায়!!!
ছেলেটির মুখ অন্ধকার হয়ে যায়।

আরও কিছুক্ষন গজরাতে গজরাতে অন্যদিকে কাজে চলে যায়।

এরপর আমি তেমন কিছু বলি নাই। শুধু অফিসে বসে টাকা গুনতে গুনতে শুনছিলাম ভারতীয় ছেলেটি জোরে জোরে পাকি ছেলেটাকে বসের মত নির্দেশ দিচ্ছে! (ওদের মধ্যে হাসি-ঠাট্টা বেমালুম বন্ধ! )

আই নো আমি একটা বদমাইশ! মানুষের মাঝে ফেতনা ফ্যাসাদ হয়তো সৃষ্টি করেছি।
কিন্তু কেউ আমার দেশ আর ক্রিকেট দল নিয়ে হাসি তামশা করবে আর আমি চুপ করে সেটা সহ্য করব সেটা ভাবা মোটেও সমীচীন নয়!

বাঙ্গালী মারে মারে মারে না...
মারলে কলে ছাড়ে না!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.