বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মাঝে দুপুরে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অন্যান্য সময়ের মতো রমজানেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনসহ গ্রাহক সেবা অব্যাহত রাখতে হবে।
বর্তমানে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দাপ্তরিক কর্মকাণ্ড চলে। আর লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।
এর আগে গত ২৪ জুন সরকার রমজান মাসে সরকারি অফিস-আদালতে কাজের সময়সূচি ঘোষণা করে।
সে অনুযায়ী রোজায় সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝখানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।