বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানায়।
বিবৃতিতে বলা হয়, টানা চারদিনের হরতালে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং বিপুল পরিমাণ ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।
“হরতালে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে এবং দ্রব্যমূল্য বাড়ছে।”
এঅবস্থায় আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভোগ্যপণ্যের সরবরাহ এবং আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে রমজান মাসে কর্মদিবসগুলোর পাশাপাশি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সব ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস ও বন্দর খোলা রাখার আহ্বান জানায় সংগঠনটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।