আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবার দেখা যাবে কত ধানে কত চাউল! ধর, স্যুট দ্যা রাজাকার!!

নাশকতাকারীদের দমনে দেখামাত্র গুলি করার নির্দেশের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন যে নাশকতামূলক কাজ প্রতিরোধে প্রচলিত আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রচলিত আইনেই বলা হয়েছে পুলিশ বা নিরাপত্তা বাহিনী গুলি করতে মানুষ মারতে পারবে। গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ তিনি দিয়েছেন কি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পত্রিকার প্রতিবেদন আমার নজরে এসেছে। আপনারা ভালো করে পড়লে বুঝতে পারবেন সেখানে কী বলা হয়েছে। ’ পুলিশ ও র্যাবকে দেখামাত্র গুলি করার অনুমতি দেয়া হয়েছে বলে আমাদের সবার প্রিয় মাননীয় মন্ত্রী নিশ্চিত করেন। তবে হ্যা, আমার মতে গুলি করার আগে তাদেরকে নিশ্চিত করে নিতে হবে যে - যে বা যাকে গুলি করা হচ্ছে সে নাশকতাকারী। নাশকতাকারী কিনা তা বুঝার জন্য দেখতে হবে গোফ-দাড়ি আছে কি না; মসজিদ থেকে আসছে না ক্যাফে থেকে বেড়ুচ্ছে; পর্দাশীন না বেপর্দাশীন; তাদের লোক না আমাদের লোক।

তিনি যদিও বলেন নাই তবে যা ঘটছে তা থেকে বুঝা যাচ্ছে যে, গুলি করতে হবে তাদেরকে যারা শান্তিময় মিছিলকারী বা ব্যনারে কোন একটা 'ইসলামের' ক্যারিয়ার - বহনকারী! যারা গাড়ীতে আগুন দিচ্ছে; দোকান-পাঠ বঙছে; ককটেল ফোটাচ্ছে বা পেটরোল-বোমা ছুড়ছে তাদেরকে গুলি করা যাবে না। কারন তারা নাশকতাকারীদের দলের না হওয়ার সম্ভাবনা বেশী। তারা সম্ভবত সরকারের পেইড স্বেচ্চাসেবীদের একজন। নাশকতা রোধে কর্তব্যরত! এই মহান কাজের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে না জেনে গুলি করলে 'মহান শহীদ' উপাদিতে বুষিত করতে হবে আমার দাবী। তাদেরকে আমাদের তৃথীয় স্বাধীনতার মহান শহীদ ক্যাটগেরীতে অন্তর্ভুক্ত করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া নাশকতার মূল। তাকে শাস্তি দেওয়ার পন্হা আমার মতে ভিন্ন হতে হবে। একটা আন্তর্জাতিক নাশকতাপরাদী ট্রাইবুনাল করে - বেলজিয়ামী ঘাদানী বিচারক দিয়ে তাকে ফাসিতে ঝুলাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ ও র‌্যাবের সব পোস্টে আওয়ামী লোক নিয়োগের আশ্বাস দেন। আমার মতে পুলিশ ও র‌্যাবের বেতন-বাতা 'পে-এজ-ইউ-স্যুট' করলে ভাল হবে।

যে যত বেশী গুলী করবে ও 'নাশক' মারবে তার ভাতাও হবে তাই! এবারের সংগ্রাম - নাশকতাকারীদেরকে গুলি করার সংগ্রাম! এবারের সংগ্রাম - ধর্মান্ধদের নির্মূল করার সংগ্রাম! পুলিশ ও র‌্যাবের বেতন বাতা 'পে-এজ-ইউ-স্যুট' করেই ছাড়বো -ইনশাল্লাহ!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।