আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

নাশকতা ও বোমাবাজি প্রতিরোধে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মুখপাত্র ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগি্নসংযোগ ও ভাঙচুরকালে হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে তাকে এক লাখ টাকা পুরস্কৃত করা হবে। এ ছাড়াও ককটেল, হাতবোমা, পেট্রলবোমা নিক্ষেপকালে সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে। এ ছাড়া ডিএমপির ই-মেইল ঠিকানা ও ফেসবুক পেইজেও নাশকতাকারীদের সম্পর্কে তথ্য জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এ-সংক্রান্ত তথ্য গোয়েন্দা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৩৬২৬৪০, ০১১৯১০০১১০০, ০১৬৭৮০২৪৬৫২। এ ছাড়া  dmpmedia@dmp.gov.bd ই-মেইল এবং ফেসবুকে  www.facebook.com/dmp.dhaka এই ঠিকানায় তথ্য দেওয়া যাবে।

সূত্রমতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা চালায় দুর্বৃত্তরা। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা চালায় জামায়াত-শিবির। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক হয়।

ওই দিনের নাশকতা সৃষ্টিকারীদের ছবি দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে ডিএমপি। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে রাজধানীতে নাশকতা কমে আসে। দু-একটি ঘটনা ঘটলেও রাজধানীতে র্যাব-পুলিশের অভিযান অব্যাহত থাকে। নাশকতার উপকরণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর জেনেভা ক্যাম্প থেকে র্যাব গত দুই দিনে পেট্রলবোমাসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারপূর্বক গ্রেফতার করে বোমা বানানোর কারিগরদের।

সর্বশেষ গত রবিবার রাতে খিলগাঁও থেকেও বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বোমারু রানাসহ ৬ জনকে আটক করে। তাদের আটকের পর পরই দ্বিতীয়বারের মতো নাশকতা সৃষ্টিকারীদের আটকে সহায়তার জন্য পুরস্কার ঘোষণা করল পুলিশ।

উল্লেখ্য, এর আগে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পরের দিন (১৩ ডিসেম্বর) মতিঝিল-ফকিরাপুল এলাকার তাণ্ডবে জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য ছবিসহ পত্রিকায় বিজ্ঞাপন দেয় ডিএমপি। তাদের ধরিয়ে দেওয়ার জন্যও পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এর ১০ দিন পর ডিএমপির পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হলো।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।