নাশকতা সৃষ্টিকারীদের শােয়েস্তার জন্যই সরকার আইনগত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শনিবার চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন বলেন, বাংলাদেশে যারা নাশকতা সৃষ্টি করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বর্তমান সরকার তাদের শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ নিচ্ছে। কোনও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব করা হচ্ছে না।
বিকাল সাড়ে ৩টায় কেরুজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এর আগে বেলা ১১টায় মন্ত্রী কেরুজ গেস্ট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।কেরুজ গেস্ট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি কেরুর চিনিকল, ডিস্টিলারি হাউজ ও কেরুর জৈব সার কারখানা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ বাংলাদেশ চিনি ও শিল্প করপোরেশনের কর্মকর্তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।