আমাদের কথা খুঁজে নিন

   

কিডনী বিকল, সৌদি আরব, বাঙালি শ্রমিক ও অন্যান্য

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা আজ ও চেম্বারে একটা কিডনী বিকলের রোগী পেলাম। কিডনী বিকল, পুরোপুরি বিকল। ডায়ালাইসিস করতে হবে। ছেলেটির বয়স ২২ ২৩ , সৌদিতে থাকতো। অসুখ ধরা পড়ার পর চলে এসেছে।

আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেটিকে দেখলাম। দেখার ফাঁকে ফাঁকে একটু আলাপ জুড়ে দিলাম, যেমনটা করি সব সময়্। গত কাল ও একটা কিডনী বিকলের রোগী পেয়েছিলাম। এরকমই সৌদি ফেরত।

গত ছয় মাসে প্রায় ৮-১০ জনের মত হবে। ব্যাপার কি! সৌদি ফেরত বাঙালিরা সব দলে দলে কিডনী বি...কল হয়ে ফিরছে কেন? হয়তো ওরা মাংস খায় বেশী। বেশী মাংস, বেশী রক্তচাপ এর থেকে কিডনীর অসুখ। এটা একটা কারণ হতে পারে। ছেলেটার সাথে আলাপে জানলাম সৌদিতে বাঙালীরা পানি খায় কম।

এক ধরনের এনার্জি ড্রিংক আছে নাম বাইসন, ওটা খায় বেশী। পানির সমান দাম। বাঙালির বৈষয়িক জ্ঞাণ মারাত্মক। একই দামে যদি কিনতে হয় তো পানির বদলে এনার্জি ড্রিংক খাওয়াই ভাল। (!) সৌদিদের সম্পর্কে আমার ধারণা কোন কালেই খুব একটা ভালনা।

ছেলেটির চিকিৎসা ওরা করেছে ঠিকই কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ওকে কোন রকম ক্ষতিপূরণ না দিয়ে্ বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি ছেলেটিকে বললাম ওরা তোমাকে চাইলেই রাখতে পরেতো। নিযমিত ডায়ালাইসিস করলে তুমি ভাল থাকতে, কাজ টাজ ও করতে পারতে। আমার মূল্যায়ন হলো সৌদিরা অসভ্য জাতি। ছেলেটি আমার সাথে এক মত হলোনা্ ওর কথা অনুযায়ী তার চেয়ে আমরা বাঙালিরা আরো বেশী অসভ্য।

বাঙালিদের প্রতি ওদের এমনিতেই এক ধরনের তীব্র ঘৃণা কাজ করে। কেউ কেউ নাকি ওদের বাঙালি পরিচয় শুনলে মুখে থুথু পর্যন্ত দেয়, এমন ঘটনা ও আছে। এর জন্য নাকি বাঙালিরাই দায়ী। কোন কোন বাঙালি এমন সব অপকর্ম করেছে যে পুরো বাঙালি জাতির কপালেই এক ধরনের কলংক লেপে দেয়া হয়েছে। ওদের কাছে বাঙালি মানেই এখন নোংরা প্রতারক।

আশির দশকে বাঙালিরা সৌদি আরবে যাওয়া শুরু করে। নব্বইয়ের দশকে এটা আরো বাড়ে। এদেশের অর্থনীতির চেহারা অনেক খানি পাল্টে দিয়েছে এদের পাঠানো রেমিটেন্স। সেই শ্রমের বাজারটি এখন হাত ছাড়া প্রায়। ভয়াবহ ইমেজের সংকটে এখন বাঙালিরা।

তার চেয়ে বড় কথা সংকটে পড়েছে এদেশের অর্থনীতি। শুধু সৌদি আরবেই নয় সব খানেই ইমেজের সংকটে এখন বাঙালিরা। রাজনীতি ডুবেছে আগেই। এরই পথ ধরে এবার ডুবছে অর্থনীতি। আমরা কি তবে চোখের সামনে একটি জাতির অন্তিম যাত্রা দেখতে পাচ্ছি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.