তাশফী মাহমুদ
নিজের জিনিসকে(?) ঠিক নিজের মতো করেই দেখতে চান একজন রুচিশীল মানুষ । মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী বিয়ন্স নোয়েলস এর ব্যতিক্রম নন। তিনি নিজের ওয়েবসাইটটি দেখে সন্তুষ্ট হতে পারছেন না। তাঁর অভিযোগ এতে বিখ্যাত এ শিল্পীকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তাই নিজের ওয়েবসাইট ঢেলে সাজাতে বা আরও সুন্দর করে তৈরি করতে বিজ্ঞাপনী সংস্থার সন্ধানে রয়েছেন তিনি।
নিজের ওয়েবসাইটটি অপছন্দের কারণ হিসেবে বিয়ন্স জানিয়েছেন, ওয়েবসাইটটি মোটেও তাঁর ব্যক্তিত্বকে তুলে ধরে না। বরং এটা একটা ব্লগের মতো কাজ করে যেখানে তার মূল ব্যক্তিটিকে পাওয়া যায় না। বিয়ন্স মনে করেন তিনি এমন একজন শিল্পী, যার পছন্দের তালিকায় আছে ফ্যাশন, আর্ট ও ফটোগ্রাফির মতো বিষয়গুলো। অথচ এগুলো ঠিক তাঁর মতো করে যথাযথভাবে ওই ওয়েবসাইটে তুলে ধরা হয়নি।
নতুন সংস্থার সন্ধান করলেও যারা তার এ সাইটটি তৈরি করে দিয়েছেন সম্প্রতি তাঁদের বেশ সময়ও দিয়েছেন বিয়ন্স।
যেমন চান তেমন রূপ নিয়েই ওয়েবসাইটটি যাতে তৈরি হয় সে জন্যই তিনি এ সময় ব্যয় করেছেন বলে জানা গেছে।
সূত্র : সিএনএন অনলাইন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।