আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমআলো সম্পাদকের সম্পদের বিবরনী ওয়েবসাইটে দেখতে চাই

আমার ল্যাজটা একদম সোজা

সম্প্রতি পধান বিচারপতি মাননীয় রষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব দিয়েছেন। এই বিষয়ে আজ দৈনিক প্রথমআলোতে প্রধান বিচারপতির সম্পদের হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হোক শিরোনামে সম্পাদকীয় লেখা হয়েছে। প্রথমআলো সম্পাদক রাষ্ট্রপতির কাছে হিসাব দেওয়ার সমালোচন করে এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানিয়ে লিখেছেন, "রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি সম্পদের হিসাব বিবরণী কেন জমা দিলেন, তা আমাদের কাছে স্পষ্ট নয়। " "যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে সম্পদের হিসাব বিবরণী প্রকাশের বিষয়টি আমরা সামনে এনেছিলাম, তা এর মাধ্যমে এখনো পূরণ হয়েছে বলে মনে হয় না। কারণ মূল বিষয়টি হলো জনগণকে অবহিত করা।

রাষ্ট্রপতি চাইলে আয়কর বিবরণী বা নানা রাষ্ট্রীয় সূত্র থেকে বিচারকদের তথ্য জেনে নিতে পারেন। কিন্তু আমজনতার এ ধরনের তথ্য জানার কোনো সুযোগ নেই। তাই রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়টিকে আমরা শুধু প্রাথমিক অগ্রগতি হিসেবে গণ্য করতে চাই। এখন উচ্চ আদালতের বিচারকেরা যদি তাঁদের ও তাঁদের পোষ্যদের সম্পদের হিসাব বিবরণী বাংলাদেশের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন, সেটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য। " সম্পাদকের এই বক্তব্য নিয়ে আমার কোনো দ্বিমত নাই।

তিনি তাঁর সম্পাদকীয়র শুরুতে লিখেছেন "রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগই জনগণের আস্থা ও শ্রদ্ধার ওপর টিকে থাকে। " আধুনিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ হিসাবে বিবেচনা করা হয়। বিচার বিভাগের ন্যায় সংবাদ মাধ্যমও জনগণের আস্থা ও শ্রদ্ধার ওপর টিকে থাকে। অন্যদিকে রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে একটা পারস্পারিক জবাবদিহিতার সম্পর্ক রয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমের জবাবদিহিতা একমাত্র জনগণের নিকটে।

তই জনগণের আস্থা আর্জন করা সংবাদ মাধ্যমের জন্য কোনো অংশে কম জরুরী নয়। দেশের অনেক সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সাংবাদিকদেরও সম্পদের হিসাব বিবরণী প্রকাশ হওয়া দরকার। এই সম্পদ বিবরণী প্রকাশ শুরু হোক সম্পাদক চিফ রিপোর্টারদের দিয়ে। পত্রিকার ওয়েবসাইটে এই বিবরণী প্রকাশ হোক।

সম্পাদকরা এই কাজ কবে শুরু করছেন? প্রথমআলো সম্পাদক কি এ ক্ষেত্রে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটি করবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.