জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ
এসএসসির মতোই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানার জন্য বিপুলসংখ্যক মানুষ প্রযুক্তির আশ্রয় নিয়েছে।
দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর মাত্র দুই ঘণ্টার ব্যবধানে প্রায় ২২ লাখ ৩৪ হাজার মানুষ ওয়েবসাইটে ফল জানার জন্য হিট করে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালাইস্ট প্রকৌশলী মঞ্জুরুল কবীর। তিনি জানান, একই সময় ফল জানতে মোবাইল ফোনে এসএমএস আসে আট লাখ ৭০ হাজার। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীন প্রায় সব কলেজেই ই-মেইলের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছি। এসএসসি পরীক্ষায়ও আমরা ইন্টারনেট, মোবাইল ও ই-মেইলের মাধ্যমে ফল পাঠিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এসএসসিতে ফল জানতে ওয়েবসাইটে ৮০ লাখবার হিট করা হয় এবং মোবাইল ফোনে ২২ লাখ এসএমএস আসে। '
শিক্ষামন্ত্রী জানান, এবার কলেজগুলোতে ই-মেইলেও ফল পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ জেলা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজে ই-মেইলে ফল পাঠিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
একই সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথাও বলেন। এভাবে শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।