অনলাইন ডেস্ক: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশের সাইবার যোদ্ধাগোষ্ঠী ভারতীয় কমপক্ষে ৫৩৮৫টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে। বাংলাদেশী এই সাইবার যোদ্ধাদের নাম বাংলাদেশ সাইবার আর্মি। গতকাল অনলাইন সফটপিডিয়া এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যেসব ওয়েবসাইট হ্যাক করা হয়েছে তার বেশির ভাগই ভারতীয় ব্যবসা সংক্রান্ত। তবে হ্যাকাররা বলেছে, তারা হ্যাক করার পর ভারতীয় সরকারের সংস্থাগুলো তা মেরামত করে ফেলেছে।
এক হ্যাকার বলেছে, বড় হামলার মধ্য দিয়ে বাংলাদেশ সাইবার আর্মি ফিরে এসেছে। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশ-ভারত সীমান্তে যে নৃশংসতা চালাচ্ছে তার প্রতিবাদে এ হামলা। তারই ফলে বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় প্রায় ৫০০০ ওয়েবসাইট হ্যাক করেছে।
এখনও হ্যাক হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর বেশির ভাগের ওয়েবপেজে গেলে বাংলাদেশ সাইবার আর্মির লোগো দেখা যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষীদের আচরণের প্রতিবাদে এটাই প্রথম কোন হামলার ঘটনা নয়।
এর আগে গত এপ্রিলে ১৭০০ ওয়েবসাইটের মূল পেজ বিকল করে দেয় থ্রিএক্সপ্লোরথ্রি সাইবার আর্মি। ওই মাসের পরের দিকে একই গ্রুপ ৬৪৩টি সংস্থার ওয়েবসাইট হ্যাক করেছে বলে ঘোষণা দেয়। অনলাইন ডেস্ক: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশের সাইবার যোদ্ধাগোষ্ঠী ভারতীয় কমপক্ষে ৫৩৮৫টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে। বাংলাদেশী এই সাইবার যোদ্ধাদের নাম বাংলাদেশ সাইবার আর্মি। গতকাল অনলাইন সফটপিডিয়া এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, যেসব ওয়েবসাইট হ্যাক করা হয়েছে তার বেশির ভাগই ভারতীয় ব্যবসা সংক্রান্ত। তবে হ্যাকাররা বলেছে, তারা হ্যাক করার পর ভারতীয় সরকারের সংস্থাগুলো তা মেরামত করে ফেলেছে। এক হ্যাকার বলেছে, বড় হামলার মধ্য দিয়ে বাংলাদেশ সাইবার আর্মি ফিরে এসেছে। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশ-ভারত সীমান্তে যে নৃশংসতা চালাচ্ছে তার প্রতিবাদে এ হামলা। তারই ফলে বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় প্রায় ৫০০০ ওয়েবসাইট হ্যাক করেছে।
এখনও হ্যাক হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর বেশির ভাগের ওয়েবপেজে গেলে বাংলাদেশ সাইবার আর্মির লোগো দেখা যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষীদের আচরণের প্রতিবাদে এটাই প্রথম কোন হামলার ঘটনা নয়। এর আগে গত এপ্রিলে ১৭০০ ওয়েবসাইটের মূল পেজ বিকল করে দেয় থ্রিএক্সপ্লোরথ্রি সাইবার আর্মি। ওই মাসের পরের দিকে একই গ্রুপ ৬৪৩টি সংস্থার ওয়েবসাইট হ্যাক করেছে বলে ঘোষণা দেয়।
http://sangbad21.com/?p=12859 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।