সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন!
বাংলালিংক এর নতুন টিভি অ্যাড :
casting:
আগের অ্যাড গুলোর মতই , সারিকা-সখ-নিলয় হল মডেল। পরিচালনায় আহসান রাহিম। সহকারী পরিচালক হিরু খান।
ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে যাইন হালিম। এই অ্যাড টার একটা জিনিসই ভালো লাগছে , মিউজিক টা সুন্দর, ধন্যবাদ জিসান হায়দার কে।
কোরীওগ্রাফার রাভি বতালজি। ফটোগ্রাফার ছিলেন মরশেদ বিপুল। পোশাকে জুনায়েদ করিম জিমি।
Making:
আপনি যদি হিন্দি সিনেমা ভক্ত হইয়ে থাকেন, আপনের অ্যাডটা ভালই লাগবে। মূল চারজন মডেল তেমন একটা
নাচতে না পারলেও , কাহিনী ও গানের সাথে তাদের পারফরমেন্সে খুব একটা খারাপ না।
তবে অ্যাড টার বক্তব্য খুব একটা পরিষ্কার না। বৃষ্টি এর মধ্যে নাচতে নাচতে তারা ঠিক কি বুজাইতে চাইলো , এর সাথে বাংলালিংক ও এর গ্রাহক এর
সম্পর্কই বা কী – মাথায় ঢুকল না আমার।
অ্যাড টার কিছু দুর্বল দিকঃ
#বাংলাদেশ এ এখন শীতকাল আসি আসি করতেছে, এমন সময় অ্যাড এর মাঝ খানে বৃষ্টি এর দৃশ্য দর্শকদের মনে অস্বস্তি আনে ।
#অ্যাড এর একটা দৃশ্যে , মডেল ছেলে টা খেলতে খেলতে একটা বল হটাৎ করে করপোরেট পোশাক পরিহিত লোকের গায়ে লাগে, লোক টা একটু রাগ হয়, এর পরের দৃশ্যে আর কোথাও এই লোক টা কে দ্যাখা যায় না ।
কিন্তু যদি এরকম দেখানো হত যে লোক টা রাগ করেও , মডেল টার সাথে নাচতেছে , তাহলে কাহিনী এর
ধারাবাহিকতা থাকতো।
ঠিক এই রকম আরেক টা ভুল আছে, এবার মডেল টার গুঁতো লাগে এক সিকিউরিটি গার্ডের সাথে।
# সব থেকে বড় কথা, এই অ্যাড টা দ্যাখে , লাস্ট সিন না আসা পর্যন্ত আপনি বুজবেনই না এইটা কিসের অ্যাড – শাড়ি –শালওয়ার কামিজ- রঙ ফরসাকারী কিরিম-নাকি ছাতার অ্যাড !
# সেই একই মডেল, প্রায় একয় রকম মুদ্রার নাচ, বাংলালিংক দেশ সিরিজ অন্য অ্যাডগুলোর সাথে এর পার্থক্য কি?
#একটা সিম কোম্পানির সাথে জড়িত থাকে নেটওয়ার্ক -কল রেট –কভারেজ- সিম এর সুযোগ সুবিধা । এই অ্যাড এ এসব কিছু হাল্কা করে বলা হলেও দর্শকের মূল চিন্তাটা নাচ গানের দিকেই যায় ।
শেষ কথাঃ বাংলালিংক এই টাইপ এর সস্তা ও যুক্তিবিহীন দুর্বল কাহিনীনির্ভর অ্যাড দিয়া ব্রান্ডিং করলে মনে হয় না জিপি, রবি বা এয়ারটেল এর সাথে পেরে উঠবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।