আমাদের কথা খুঁজে নিন

   

"অ্যাড মি প্লিজ" ফ্যাক্টঃ

আমি জানতে চাই। আমাকে জানতে দাও।

"অ্যাড মি প্লিজ" ফ্যাক্টঃ


ইদানিং প্রায়ই দেখি বিভিন্ন পোস্টের কমেন্টে এমনকি মেসেজেও "add me plz", আমাকে রিকোয়েস্ট পাঠান, এই টাইপের কথাবার্তা বলেন। আর আমরাও অই শ্রেনীর লোকদের নিয়ে যা খুশি মজা করি, বা ওদের হেয় করি।


এখন ২০০৮/২০০৯ সালের দিকে ফিরে যাই।

তখন সবে মাত্র ফেসবুক জনপ্রিয়তা পাচ্ছে। ইন্টারনেট সম্বন্ধে ছাত্রদের ধারনা ১% এরও কম। তখন যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল তারাও কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কার কত বেশি ফ্রেন্ড তা দেখানোর জন্য ইচ্ছামত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। আমরাও আসলে এরোকমই করতাম, কিন্তু তখন এগুলা ফ্যাক্ট ছিলনা।


তখন আর এখনকার পার্থক্য এই যে, এখন যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন তারা সীমিত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ পান, আর তখন অজস্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেতনা।







মূল বক্তব্য হল, মানুষের একান্ত স্বভাবই হল বন্ধুত্ব স্থাপন করা। অনেকেই বাস্তবিক জীবনেই ফ্রেন্ড বাড়াতে বা নতুন মানুষের সাথে পরিচিত হতে চান। আর ফেসবুক এর জন্য একটা আদর্শ মাধ্যম। এজন্যই নতুন যারা ফেসবুকে আসেন তারা বেশি করে ফ্রেন্ড বাড়াতে চেয়ে এসব কথা বলেন।











প্লিজ ওদের হেয় করবেননা............... প্লিজ...........................


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.