কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
আমি ভাই কম্পু বিষয়ক লোক নই। ব্যক্তিগত আগ্রহ থেকে টুকটাক শিখেছি।
আমার কোম্পানীর বস আমাকে কোম্পানীর জন্য একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে হোস্টিংয়ের মাধ্যমে কোম্পানীর নিজস্ব ইমেইল অ্যাড্রেস চালু করতে বললেন।
এক বন্ধুর পরামর্শ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ডোমেইন না কিনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি ইয়াহু থেকে দুটি ডোমেইন ৫ বছরের জন্য রেজিস্ট্রেশন করলাম।
এরপর নেট ঘাটাঘাটি করে মোটাগরু নামক কোম্পানীর কাছ থেকে ১ বছরের জন্য হোস্টিং করলাম ঐ একইভাবে ক্রেডিট কার্ড দিয়ে।
তারপর ইয়াহু থেকে nameserver ঐ হোস্টিংয়ের মেইল সেন্ট্রালে প্রতিস্থাপন করে কয়েকটি মেইল অ্যাড্রেস তৈরি করলাম।
ধরুন একটি মেইল অ্যাড্রেস এরকম-
এখন সমস্যা হল দুটি-
১. নিজেদের ডোমেইনের মধ্যে মেইল আসা যাওয়ায় সমস্যা না হলেও gmail, yahoo তে কাউকে মেইল পাঠালে প্রাপকের কাছে মেইল যাচ্ছে না, কিন্তু প্রেরক অর্থাৎ আমাদের পক্ষ থেকে কোন error দেখায় না, sent দেখায়।
২. ১০০ কেবির উপর ফাইল অ্যাটাচমেন্ট করলে সেটা প্রাপক একবারে ডাউনলোড করতে পারে না, কমপক্ষে তিনবার চেষ্টা করা লাগে।
এই সমস্যার জন্য ঐ হোস্টিং কোম্পানীর কাস্টমার কেয়ারে একজনের সাথে লাইভ চ্যাট করে কোন সমাধান পেলাম না। যেই মহিলার সাথে কথা বললাম সে বলল, ডোমেইন দুটো gmail, yahoo তে whitelist করাতে।
কিন্তু নেটে দেখলাম whitelist করতে হয় যার যার নিজের সেটিংস থেকে। এভাবে যাদের কাছে মেইল পাঠাবো প্রত্যেকের কম্পিউটারে whitelist করা সম্ভব!
সম্ভবত gmail, yahoo আমাদের ডোমেইন দুটো নতুন বিধায় স্পাম হিসেবে আগেই হাপিশ করে দিচ্ছে। এখন কিভাবে ঐ দুই কোম্পানীকে বুঝাই আমাদের এই ডোমেইন দুটো স্পাম নয়!!!
টেকি ভাইয়েরা কেউ সাহায্য করুন, প্লিজ! অগ্রীম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।