যে অনেক কিছু করে সে ভুল করবেই-স্যামুয়েল জনসন কেন আমি সিবিএফ এর সদস্য হলাম?
------------------------
১. ব্লগিং জগতে যারাই আমার খুব কাছের সকলকেই এই প্লাট ফর্মে কর্মরত পেলাম।
২. একমাত্র বাংলাদেশের শক্তিশালী আস্তিক ব্লগারস সংগঠন হিসেবে সিবিএফকে পেলাম তাই।
৩. আমার বিপদ-আপদে সব মসয় সিবিএফ এর বন্ধুরা কাছে থাকেন যা অন্য কোনো সংগঠনে পাইনা।
৪. দেশ ও ইসলাম দুটির সমন্বয় হিসেবে সিবিএফ কাজ করছে যা আমার কাঙ্খিত লক্ষ্য।
৫. সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহিত করা হয় এই সংগঠন থেকে।
৭. সংগঠিত হয়ে লেখালেখি করার প্রতি উৎসাহিত করা হয়ে থাকে এখান থেকে।
৮. বন্ধ মিডিয়া চালু করে দেয়ার জন্য আন্দোলন করে তাই আমার কাছে এই সংগঠন অগ্রগণ্য।
৯. নির্যাতিত সাংবাদিক ও ব্লগারদের পক্ষে অবস্থান নিয়েছে তাই আমাকে সিবিএফ এর কাতারে সামিল হতে প্রেরণা যুগিয়েছে বহুলাংশে।
১০. কোনো রাজনৈতিক দলের দালালি ও লেজুরবৃত্তি থেকে মুক্ত।
১১. দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার ভূমিকায় অবতির্ণ হয়।
১২. সবচেয়ে বড় কথা হল নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর সুযোগ অবারিত।
১৩. আজকে আমার এতটুকু পরিচিতির পেছনেও সিবিএফ অনেকাংশে দায়ী।
১৪. অনলাইন জগতটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখিয়েছে এই সিবিএফ।
১৫. চরম সাহসিকতা প্রকাশের ক্ষেত্র তাই সদস্য হলাম নির্দিধায়।
-আসাকরি বন্ধুরা সিবিএফ সম্পর্কে সম্যক ধারণা লাভ হবে।
- ইকবাল হোছাইন ইকু, আহবায়ক, কমিউনিটি ব্লগারস ফোরাম, মুন্সিঞ্জ জেলা শাখা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।