আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিটি পুলিশিং




পুলিশ জনগণের জন্য,
জনগণ পুলিশের জন্য।
ভাত্রিতের এই প্রগার বন্ধন;
যাবে না টুটে কখনও।

অপরাধ নির্মূলে কিংবা জঙ্গি প্রতিরোধে,
দাঙ্গা দমনে বা অত্যাচারীর প্রতিরোধ্‌
আজ পুলিশ এর একা নয়-
আছে সাথে তাঁর লক্ষ কোটি জনতা পুলিশ।
কমিউনিটি পুলিশ,
গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।

শিকড় মেলেছে ধীরে ধীরে
কমিউনিটি পুলিশ;
গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।
মহিরুহ হবে একদিন
ছড়াবে তাঁর শাখা প্রশাখা-
গড়ে উঠেছে কমিউনিটি পুলিশ।
ভাত্রিত্তের অপার এ বন্ধন
আহবান জানাই সবাইকে-
গড়ে দেয় সম্ভাবনার সোনালী সকালের,
এক সুন্দর সোনার বাংলার।




 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।