ঘুরাঘুরির নাকি আবার সময় আছে?অনেকে বলে,সিজন-ননসিজন এগুলো ও ভ্র্রমনের একটা ফ্যাক্ট। কিন্তু আমি তা মানি না। আর তাই আমরা কয়েকজন বন্ধু মিলে হঠাৎ ডিসিশন নিলাম সেন্ট মাটর্িন যাব (রাতুল,পরাগ,বাবু আর আমি)। তখন সেপ্টেম্বর মাসের ১২ তারিখ আর ডেট ফইনাল করলাম ২৩ এ। কিছু বড় ভাই+ বন্ধুদের ফোন দিয়ে একটু খোজ খবর নিলাম আর গুগুল মামা তো আছেই।
এরমাঝে এক বন্ধু বলল, এটা তো অফসিজন যাওয়ার দরকার নাই। করণ এ সময়ে নাকি সেন্ট মার্টিন যাওয়ার শিপ থাকে না। অলরেডি আমাদের ট্রেনের টিকেট কাটা শেষ। আমরা যাচ্ছি। কিন্তু হায়!একেই বোধয় বলে কপাল,২০ তারিখ হতে টানা বৃষ্টি, ২৩ তারিখ সন্ধ্যা পর্যন্ত।
এদিকে পরাগ বারবার ফোন দিয়ে বলছে,তোরা আসছিস তো? ও চিটাগাং ভাসর্িটিতে পড়ে । আমাদের চিটাগাং তো ফকফকা ওয়েদার। রাতুল ওয়েদারফাকেস্টে দেখলো আর ও ৩-৪ দিন বৃষ্টি হবে। অনেক চিন্তাভাবনার পর ওরা বলল যাবে না। এই আবহাওয়াতে নাকি যাওয়া উচিত হবে না।
হঠাৎ আমার কি হল জানিনা,প্রচন্ড জেদের বশে বললাম,আমি একাই যাব। আমার জেদের কাছে ওরা পরাজিত হয়ে রাজি হল। রাতে ট্রেনে উঠার আগে পযর্ন্ত এত টেনশনে ছিলাম য,কখন যে এক প্যাকেট সিগারেট শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আর তাই ট্রেনে উঠে,খেয়েদেয়েই ঘুম। সকালে স্টেশনে পৌছই দেখি প্রাণের বন্ধু পরাগ হাজির।
এত খুশি দেখে কে?ঝটপট নাস্তা করেই সৌদিয়া বাসে ককা্রবাজার। যদিও এবারই প্রথম নয়। হোটেলে উঠার সময় এ অফসিজনে আসার পুরো এডভ্যােন্টজ টা পেলাম। ভাড়আ মাত্র ৩০০ টাকা। (ডায়মন্ড প্যালেস-০১৮১৮৯১৮২১৩)লাইট হাউজের নিচেই।
সী বিচ এতটা কোলাহল মুক্ত যা আগের বার,আগের বার কেন অন্য কখনও পাওয়া যাবে না। সমুদ্রের এই আক্রোশ,ক্ষুদ্ধতা,উন্মুক্ততা বা বিশলতা যাই বলি না কেন অন্য সময়টাতে তা দেখা যায় না। বিকেল থেকে সন্ধ্যা অবধি গোসল করলাম। যদিও অল্প গভীরতায় নেমেছিলাম,তারপর ও এত বড় বড় ঢেউ শুধু এ সময়টাতেই। পরদিন অটো যোগে হিমছড়ি হয়ে ইনানী রক বিচ।
হিমছড়িতে পাহাড়ের উপর উঠতে অবশ্য একটু কষ্ট করতে হয়। কিন্তু ওপর থেকে সমুেদ্রর ভিউটা এত চমৎকার লাগে দেখতে,যে আর চোখ ফেরানো যায় না। শুধু মনের অজান্তে ভাবি এত সুন্দর জায়গা কি পৃথিবীর কোথাও আছে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।