অবশেষে একটি ভ্রমনের স্বপ্ন বাস্তবতা পেতে চলেছে । আমার বাংলাদেশ ভ্রমন । শুভারম্ভ ১৩/০১/২০০৯। মাত্র ১৩ দিনের জন্য । ঐসময়সীমার মধ্যে ফিরতে না পারলে দু'পারেই অপেক্ষা করবে ব্যপক হেনস্থা ।
হায়!
দীর্ঘ নানা প্রতিবন্ধকতা একটার পর একটা কাটানোর জন্য আমি শেষের দিকে যখন আমার উর্দ্ধতন অফিস থেকে 'এন ও সি' বের করতে গিয়ে প্রায় ফেল করতে বসেছিলাম তখন আমার অবস্থা হয়েছিল উন্মাদের পূর্বাবস্থা । রক্তচাপ ১৬০/৯০ নিয়মিত ওষুদ খাওয়ার পরেও । সংশ্লিষ্ট এই একদল মানুষের চোখেমুখে নানা মজা দয়া তাচ্ছিল্য বোধ করতে করতে অবশেষে খড়কুটোর মতো ২/৩ জন শুভাকাঙ্খী পেয়ে গেলাম এবং যাদের জন্য শেষমেশ এটা হলো । ভিসাও হলো ।
ভিসা ফর্মে জন্মস্থান লিখেছি শ্রীমন্তপুর,বাংলাদেশ ।
অথচ সেখানে যেতে আমার এই হেনস্থা ! আমার কেন, হয়তো আমার মতো অনেকেরই এমনাবস্থা ।
যাক্ এই মুহূর্তে ইতিহাসজনিত ক্ষোভ নিয়ে আমি ব্যস্ত হতে চাইছিনা । চাইছি শুধু যাওয়ার কথা ভাবতে ।
আমার সম্ভাব্য গন্তব্য ময়মনসিংহ নেত্রকোনা মোহনগঞ্জ শ্রীমন্তপুর । যদি এতদ্ঞ্চলের কোন ব্লগার বন্ধু থাকেন এবং কোন আপত্তি যদি না থাকে তবে আমি যোগাযোগে আগ্রহী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।