Speak no evil, hear no evil, see no evil. সম্ভবত: এই প্রথম বারের মতো আমি জানিনা কি লিখবো। আমি অনেক ই কনফিউজড এবং ই কনফিউশন টা অনেকই সুখের।
জানা আমাকে প্রাত:রাশ এর জন্য বললেন আর আমি রাজী হয়ে গেলাম। আমি ভোর ৪টায় উঠেছি টেনশন এ। ৯ টার সময় ভুল রেস্টুরেন্ট এ বসে আছি।
আর জান ও আরিল বসে আছেন আসল টায়। প্রথম বারের মতো ডিসকো বান্দর টাসকি খেলো। ৯ টা ৭ মিনিটে আমি আসলাম আসলটায়--ধানসিঁড়ি -গুলশান।
উনারা কালো পোশাকে বসে আছেন, দেখলাম।
অনেক ক্ষন কথা হোলো।
অনেক কথা। অনেক হাসি। অনেক মজা। খাবার টা অদ্ভুত লাগলো--সম্ভবত উনারা ছিলেন পাশে তাই।
আরিল--এতো মজা আর সুন্দর বাংলা বলেন!
জানা- এতো সুন্দর বাংলা উচ্চারন! আমার বাংলা উচ্চারনে ঢং খুব পছন্দ।
মনে হয় উনি গান গাইছেন। রেকর্ড করে রাখা উচিত ছিলো।
আরিল- বাংলাদেশকে আমার চাইতেও মনে হয় ভালোবাসেন।
জানা- মানুষ এতো জানে কিভাবে?
আরিল- এতো মজা করে জানাকে ভালোবাসেন?
জানা - এতো দুরদর্শী বান্গালী মেয়ে?
আরিল- এতো কিছু শিখলাম আজ!
জানা- আমি ভাবতেই পারিনি আপনাদের দুজনের সাথে দেখা হবে। আমি অনেক ই কৃতগ্গ।
আমি অনেক ই লিখতে চাই। কিন্ত এখন না। এখোনো ঘোর এর মদ্ধে্ আছি।
সময় টা থেমে থাকতো! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।