আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের বাজে ১২টা, আমি আছি যুদ্ধাপরাধ নিয়া,এমুন বাঙালি আমি হতে চাই না

দেশের উপর চলে ইন্ডিয়ান ট্রাক,আমার এলাকায় রাস্তা ঘাট এর এমন অবস্থা সাইকেল ও ঠিক ভাবে চালানো যায় না,সেখানে বিশাল বিশাল ট্রাক চলে,টিপাইমুখ দিয়া দেশের ১২টা বাজানুর চেস্টা ,সরকারের কয়েক নাপুংসুক ব্যাক্তিরা বলে উঠে এটা ভারতের ইন্টারনাল ব্যাপার।কই যাই,আরে বেটা তোরা তো আমাদের টাকায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিস,তোদের তো আর সমস্যা হবে না,কিসু হইলেই ইউরোপ আম্রেরিকা চলে যাবি।আমাগো কি হইব? আমরা আছি যুদ্ধাপরাধি নিয়ে।দু একটা রে ফাসি তে ঝুলালেই তো হয়।শেখ সাহেবের খুনিদের যেভাবে ফাসি দিসিল।ওই ইসু নিয়া আর কত দিন?সরকার কোন ঝামেলায় পড়লেই ঐ ইস্যু বের করে,আর দেখা যায় নির্বাচনের আগে। আমরা কি বিচার টা কে আরও ৪০ বছর টেনে নিয়ে যাব? এই ইস্যু কেয়ামতের আগে মনে হয় না শেষ হবে।নিজেরে বাঙালি হিসেবে আর কিভাবে জানান দিয়ে গর্ব বোধ করব,বুজতেছি না নাকি উনারা শুধু বাঙালি ,আমরা আবাল জনতা এমন যদি হয় আমি বাঙালি হতে চাই না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.