পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। শেয়ার বাজারে স্থিতিশীলতা আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রস্তাব আনার পরদিনই এ সিদ্ধান্ত নিল সংস্থাটি। মঙ্গলবার দুপুরে কমিশনের বৈঠকের পর এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ অনুযায়ী এ শর্ত আরোপ করা হয়েছে।” তিনি জানান, তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। যারা এর কম ধারণ করছেন, তাদের আগামী ৬ মাসের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করতে হবে। এছাড়া পুঁজিবাজারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘প্যাকেজের’ ঘোষণা বুধবার বিকেলেই দেওয়া হবে বলে জানান তিনি। টানা কয়েকদিনের দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর বুধবার বাজার সংশ্লিষ্ট ২০ জনেরও বেশি কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে থেকে এই ‘প্যাকেজের’ ঘোষণা আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।