আমাদের দেশে তরুণ উদ্যোক্তা সংখ্যা বাড়ছে অনবরত।তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে খুব সহজেই এইসব উদ্যোগ গুলো ছড়িয়ে পরছে দেশের গণ্ডী পেরিয়ে বিদেশে।বড় ব্যবসায়ীদের জন্য ভালো প্লাটফর্ম থাকলেও তরুণদের জন্য তেমন কোন প্লাটফর্ম নেই যেখানে এই তরুণদের উদ্যোগকে স্বাগতম জানাবে,দেবে সব রকম সাহায্য। তরুণ উদ্যোক্তাদের সব রকম সাহায্য সহযোগিতার জন্য গড়ে উঠেছে Young Entrepreneur Association এটি একটি অলাভজনক সদস্য-ভিত্তিক অর্গানাইজেশন।
লক্ষ:
=> তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্লাটফর্ম তথা ট্রেড-বডি গঠন
=> তরুণ উদ্যোক্তাদের সমস্যা,সম্ভাবনা গুলো জাতীয় পর্যায়ে উপস্থাপন এবং প্রয়োজনীয় রোল প্লে করা
=> দেশব্যাপী সেমিনার,ট্রেনিং ওয়ার্কশপ করা
=> সম্মিলিত ভাবে ব্যবসায়িক সমস্যা গুলো সমাধানের চেষ্টা
=> তরুণ উদ্যোক্তাদের নিজেদের মধ্যে ব্যবসায়ীক ইকো সিস্টেম তৈরি
=> উদ্যোক্তাদের মধ্যে নেটয়ার্কিং এবং আন্ত যোগাযোগ বৃদ্ধি
=> উদ্যোক্তা ইনকিউবিশন
=> ইয়ুথ লিডারশীপ তৈরি
=> উদ্দোক্তা মেন্টরিং
=> ট্রেড শো ,প্রোডাক্ট শোকেসিং
=> উদ্যোক্তাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ডাটাবেস তৈরী
সহ আরো অনেক কিছুই
কারা জয়েন করতে পারবে?
=> যে কেউ ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবে. ক্লিক করুন Young Entrepreneur association
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।