এইটা আমার ব্লগ। তারেক চোরার সমর্থকদের বাজার খুব ভাল যাইতাছে। যাওয়ার ই কথা। সিটি কর্পোরেশান এর ইলেক্সান সিগনাল দিতাছে, আসিতেছে শুভ দিন। এত দিন যারা দেশের সম্পদ লুটপাটে ব্যাস্ত আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে কলম ধরছেন, তাদের সেই সাধনার প্রতিদান হিসেবে এখন কিছু খাম্বা লাগানোর কন্ট্রাক্ট মিলবে, টু পাইস কামানোর ভাল সম্ভাবনা।
ভাল ভাল।
তাইলে জনগণের পক্ষে, আপনেরা ছিলেন না। আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে যে কলম ধরছিলেন, তা ছিল নিজের স্বার্থ উদ্ধার এর রাস্তা। ফাইন, তাইলে আপ্নেরাও বাতিল।
কিন্তু, একদম চিন্তা করবেন না।
হায়েনা হাসিনার পতনের পর আমরা এটলিস্ট কিছু লোক, খাম্বা চোর এর বিরুদ্ধেও সরব থাকব। দেশের পক্ষে থাকবো। দুরবিত্তায়িত রাজনিতির বিপক্ষে থাকব। দালাল হবোনা। আওয়ামী দালাল ও না, বিএনপির লেনজাও না।
আমরা, সুদিনের স্বপ্ন দেখব, যখন দেশের মানুষ, এই দুরবিত্তদের বিরুদ্ধে জেগে একজন সৎ এবং যোগ্য নেতা নির্বাচন করবে যে ৪০% কোটা দূর করে, ১০০% মেধার ভিত্তিতে দেশের সব চেয়ে যোগ্য সন্তানদের প্রশাসনে চাকরি সুযোগ দিবে, সিস্টেম করে তাই ভাই ব্রাদের দের ঢুকাবেনা, মেরিটক্রেসি এস্টাব্লিশ করবে। যার আমলে পুলিশ গুলি করে দেশের মানুষকে মারবেনা, যে দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকের জন্যে ইকুয়ালিটি আনবে- পুলিশ, আইন, রাষ্ট্র, সম্পদ, সব ক্ষেত্রে। কালো টাকার জন্যে, খাতির এর কারনে,এলিট আপব্রিংগিন এর কারনে, রাষ্ট্রের কাছে কেও, এক আনা বেশি সুবিধা পাবেনা। সবাই হবে সমান।
সেই দিন আসবে।
কেও যদি মনে করেন সেই দিন অটোমেটিক আসবে ভুল চিন্তা করছেন। সেই দিন অটমেটিক আসবেনা। সেই দিন আনতে হলে, আপনাকে দেশের পক্ষে থাকতে হবে। দুরবিত্ত রাজনিতির বিপক্ষে থাকতে হবে। এক চোর এর রাজত্ত শেষ হওয়ার পর আরেক প্রমানিত চোর এর পক্ষ নেয়া যাবেনা।
দেশ যদি মা হয়, তো এইটাই আপনার মা এর প্রতি আপনার দায়। আপনার মাকে যে সুযোগ পেয়ে ধর্ষণ করছে, কোন অবস্থাতেই আপনি তার পক্ষে যেতে পারেননা, যদি না আপনে দালাল না হন। এইটাই আপনার ভর্তুকি দিয়ে দেশের পয়সায় নেয়া শিক্ষার দায়।
যদি আমরা সরব থাকি সেই দিন আসবেই। একশ বছরও লাগতে পারে।
কিন্তু, যত দিন লাগুক, আমরা এই সব রাজনৈতিক এলিট এবং কর্পো-মিলিটারি-সিভিক-মিডিয়া-কালোটাকার মালিক দের বাহির থেকে এক জন সৎ মানুষ নিরবাচিত হবে সেই প্রত্যাশায় থাকব। তার জন্যে একটা সুশাসনের পরিবেশ সৃষ্টি করতে, যার যার জায়গা থেকে একটিভিজম করে যাবো।
আপনি যদি চিন্তা করেন, বাকি সবাই পুকুরে দুধ ঢালবে তাই আপনি পানি ঢেলে আসলে কিছু হবেনা, তো ওই নোংরা কালো জলের পুকুরই পাবেন, দুধের পুকুর কখনও পাবেননা, যার জন্যে এত আহাজারি করলেন সারা জীবন।
আমরা সবাই যদি সেভাবে চেষ্টা করি, সেই দিন অনেক তাড়াতাড়ি আসবে। যখন দুরবিত্ত রাজনৈতিক চক্র ভেঙ্গে, গনমানুষের ভেতর থেকে একজন সৎ ও যোগ্য শাসক আসবে, যেমনটা এই দুখিনি বাংলা মা ডিজারভ করে।
এইটাই আমার মাহে রমজান উপলক্ষে, আল্লাহর কাছে আমার প্রার্থনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।