আমাদের কথা খুঁজে নিন

   

বর্বর হায়েনা বিএসএফ-এর জন্য কেবল ধিক্কার ধিক্কার!!

কি নৃশংস্য!!!!! ''সাহারা খাতুন জবাব চাই''..... সাহারা খাতুন কাল রাতের সকল নিউজের ভিডিও রেকর্ডে আছে, যেখানে আপনি বলেছেন "আমাদের বিজিবি সদস্য লুৎফর রহমান চোরাকারবারী দ্বারা অপহৃত নয় বিএসএফ এর কাছে আশ্রয় নিয়েছে। " এখন আমাদের প্রশ্ন, সুস্থ-অক্ষত বিজিবি সদস্য আপনার ভাষ্য অনুযায়ী বিএসএফ কাছে আশ্রয় নিলে, কেন তাঁকে আজ গভীর রাত ৩ টায় সারা শরীর থেতলানো, সব দাঁত ভেঙে এবং মাথায় একাধিক সেলাই দেয়া অবস্থায় বিএসএফ ফেরত দিল?? কেন কাল সকালে তাঁকে নিয়ে যাবার পর সারাদিন ফেরত না দিয়ে রাতের অন্ধকারে ফেরত দেয়া হল?? আপনাকেই উত্তর দিতে হবে সাহারা খাতুন। কারন আপনি বলেছেন আমাদের বিজিবি সদস্য বিএসএফ এর আশ্রয়ে ছিল। নাহলে আনুষ্ঠানিক ভাবে সবাইকে বলতে হবে, ভারতীয় বাহিনী বিএসএফ আমাদের বিজিবি সদস্যকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালিয়েছে। এর পাশাপাশি আজ আবার একজন বাংলাদেশীকে হত্যা করলো বিএসএফ।

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে রাশেদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবককে শনিবার ভোরে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত রাশেদুল যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। ভোরের দিকে রাশেদুলসহ একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিল। এসময় বিএসএফ গুলি চালালে রাশেদুল ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ এখনও বাংলাদেশ সীমান্তে পড়ে আছে।

[সূত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম] রাষ্ট্র তাহলে কী নিয়ে চিন্তিত? ❒ সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় - সৈয়দ আশরাফ ❒ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না। আজ শনিবার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মিলনায়তনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়।

দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। ’ সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের একজন যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হন।

এ-সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সর্বস্তর থেকে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে এর প্রতিবাদ জানায়। এ প্রেক্ষাপটেই আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। (copied by bikolpo media) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।