চট্টগ্রামের বহুদ্দারহাটে প্রথম ফ্লাইওভার বা উড়াল সড়কের উদ্বোধন হচ্ছে আজ। এর মধ্যে দিয়ে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা ঘটতে যাচ্ছে। ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ উড়াল সড়কের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অর্থায়নে সেনাবাহিনীর সহযোগিতায় এটিই হচ্ছে 'দক্ষিণ চট্টগ্রামের গেটওয়ে'_ এমনটি জানিয়ে চউক চেয়ারম্যান এম এ ছালাম বলেন, ফ্লাইওভারটি উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন তথা জাতীয় উন্নয়নে গতিসঞ্চার হবে। চট্টগ্রামবাসীর বহুল কাঙ্ক্ষিত এ উড়াল সড়কের সঙ্গে স্বজনহারাদের বিয়োগ বেদনাও জড়িত।
ফ্লাইওভারের গার্ডার ধসে প্রাণহানির পর নতুন উদ্যমে এটি নির্মাণে প্রাণান্ত চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।
সেনাবাহিনীর চট্টগ্রাম এসডবি্লউওর ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের ৫০ জন প্রকৌশলী এর নির্মাণকাজ তদারক করেছেন। দ্রুত কাছ শেষ করতে দফায় দফায় শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়। বাড়ে নির্মাণ ব্যয়ও। সংশ্লিষ্টরা জানান, গত জুনে এর নির্মাণকাজে নিয়োজিত ছিলেন ৩০০ শ্রমিক।
জুলাইয়ে আরও ৪০০ জন কাজে যোগ দেন। এদিকে, এর নির্মাণ ব্যয় প্রথম দফায় ৮৬ কোটি টাকা থাকলেও পরে তিন দফায় বেড়েছে ৫৯ কোটি ২১ লাখ টাকা। প্রকল্প ব্যয় শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১৪৫ কোটি টাকা। চউকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নকশায় কিছু ত্রুটি থাকায় বাড়ানো হয়েছে এর দৈর্ঘ্যও। চার লেনের এ উড়াল সড়কের দৈর্ঘ্য ১ দশমিক ৩৪ কিলোমিটার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩৯ কিলোমিটার করা হয়েছে।
এর স্প্যান রয়েছে ২৫টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।