আমাদের কথা খুঁজে নিন

   

একমাস পেরিয়ে আমরা (খবরটোয়েন্টিফোর.কম)

সবুজ লালের চেতনায়.. ‘নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতি নিয়ে ২৪ ঘন্টা আপনার পাশে। জাতীয়, আন্তর্জাতিকসহ সমসাময়িক ঘটনার পেছনের ঘটনাকে তুলে ধরতে নির্ভীক এবং শিল্প-সাহিত্য, সংস্কৃতি আর মেধাবিকাশের পথপ্রদর্শক আপনার অনলাইন বাংলা দৈনিক খবরটোয়েন্টিফোর.কম। সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন ও নিজেকে আপডেট রাখুন’। এই শ্লোগান কে সামনে রেখে, নতুন এই খবরটোয়েন্টিফোর.কম অনলাইন বাংলা পত্রিকার বয়স আজ মাত্র এক মাস। যাত্রা পথেঃ গুটি গুটি পায়ে এগিয়ে আমাদের পূর্ণ হলো প্রথম মাসটি।

সব কাজের শুরুতেই একটা ভয় কাজ করে। আর তা যদি হয় পাঠকদের মনে একটা জায়গা করে নেয়ার মত তাহলে আমাদের পরিবারে আমরা প্রতিনিয়ত সাহস সঞ্চয় করেছি এই ভয়কে জয় করতে। মাত্র ৩০ টি দিনে সত্যিই মুগ্ধ করার মত আপনাদের ভালোবাসা। যা পেয়ে আমরা আজ মুখরিত, আনন্দে আপ্লুত । শুধু (পাঠকের) আপনাদের জন্য সাহস পাচ্ছি সামনের দিন গুলোতে এগিয়ে গিয়ে সত্যকে জয় করে নতুন বাংলা গড়ার প্রত্যয়ে নির্ভীক এক যোদ্ধার মত কাজ করে যেতে চায় আপনার আমার এদেশের কোটি কোটি মানুষের হয়ে অনলাইন পত্রিকা খবরটোয়েন্টিফোর.কম।

আশা করি আমাদের যাত্রা পথের প্রতিটি মূহূর্তে সাথে পাবো আপনাদের অকৃপণ ভালোবাসা। একটু পিছনের দিকে তাকিয়েঃ গল্পটা খুব ছোট , তারুন্য ভরা একদল মেধাবী যুবক-যুবতীর আলাপনে উঠে আসে ডিজিটাল বাংলাদেশে অনলাইনে নতুন এক সংবাদ পত্র গড়ার। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে গড়ে ওঠে আপনাদের আজকের খবরটোয়েন্টিফোর.কম যার পিছনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে একঝাক তরুন-তরুনী। খবরের পিছনের খবরকে তুলে ধরতে সদাব্রত আর তার সাথে নতুন মাত্রা এনে দিয়েছে আমাদের টেকনিক্যাল টিম ও দেশের ৬৪টি জেলার সাহসী সাংবাদিকগণ। আমাদের চাওয়াঃ আপনাদের সামনে সত্য আর সঠিক সংবাদ উপস্থাপনের জন্যএর মধ্য পেয়েছি ভালোবাসা,অনেক অনুপ্রেরণাও উৎসাহ।

আবার ধন্যবাদ দিতে চাই সেই পাঠককুলকে যারা অনেকেই আমাদের ছোটখাট ভুল ধরিয়ে দিয়ে সাহায্য করেছেন অনেক সময়। আমরা চাই এভাবেই আমাদের উৎসাহ দিয়ে যাবেন। সেইসাথে আপনাদের মতামত জানাতে ভুলবেন না । কেমন সংবাদ আর কোন কোন পাতাকে কেমনভাবে দেখতে চান তা ও জানাবেন আশা রাখি। কেননা আপনাদের চাওয়া পাওয়াকেই আমরা প্রাধান্য দেই সবার আগে।

কারন খবরটোয়েন্টিফোর.কম শুধু আপনারই জন্য। ধন্যবাদান্তেঃ যাত্রা পথের এই ছোট সময়ে শুধু দেশ নয় বিশ্বের অনেক অনেক দেশ থেকে পেয়েছি আমরা প্রিয় পাঠক হিসেবে। আর এইসব ভালবাসায় আমরা আজ অনেকখানি এগিয়ে আমাদের পথ চলায়। সেজন্য প্রিয় পাঠক আপনাদের এই ভালবাসা আমরা কিভাবে ভাষায় প্রকাশ করব তা জানিনা। অসংখ্য ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর কিছুই বলার নেই।

যেভাবে আপনাদের ভালবাসা আমরা পেয়েছি সেভাবে সামনেও চলার পথে আমাদের আপনাদের এই ভালবাসা আর ভাললাগার প্রয়োজন আছে। আশা করব আমাদের সাথে আপনাদের পাব ২৪ ঘন্টা। পরিশেষেঃ আমাদের সঙ্গে থাকুন আপনাদের ভালবাসা ও ভাললাগা নিয়ে। আশা করব আপনাদের আশা পূরণে আমরা আমাদের দ্বিতীয় মাসে সফল হব আরো বেশি করে। ধন্যবাদ ও কৃতজ্ঞতায় খবরটোয়েন্টিফোর.কম সকল কলাকুশলীবৃন্দ।

http://www.khobor24.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.