....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... গত এক মাস ধরে... এই বুকের পাজরে যন্ত্রনারা চুপচাপ ছিলো; লাভ নেই দেখে কান্না মুছে আপোষ করেই নিলো। আবার চোখের জলেও টান পড়েছিলো বেশ তাই শুষ্ক চোখেই টানতে হলো দুঃখগুলোর রেশ। এই একমাস ছিলো আমার জন্য অর্ধচন্দ্র রাত না পূর্নিমা না অমাবশ্যা, স্নিগ্ধতা নয়, পূর্ণতা নয়, ব্যার্থতা নয়, হতাশাও নয় কেমন যেন বন্দি ছিলো দক্ষিন দিকের হাওয়া বন্ধ ছিলো স্বপ্ন দেখে তোমায় কাছে পাওয়া। এই একমাস ... মাথার ভেতর বিদ্রোহরা পাকায়নি তো জট কাব্যগুলো বের না হয়ে করলো ধর্মঘট। আমার পোষা মেঘগুলোরও মনটা খারাপ ছিলো তাই বৃষ্টি হয়নি, পথ ভেজেনি, সব শুকিয়ে গেলো। গত একমাসে প্রেম হারানোর দুঃখ ছিলোনা না পাওয়ার কষ্ট কিংবা পেয়ে হারানোর ব্যাথা ছিলো না তোমার সাখে ভাব ছিলো না...আড়ি ছিলো না তোমার হাত ধরার ইচ্ছা ছিলো না তোমায় নিয়ে স্বপ্ন ছিলো না তোমায় নিয়ে দুঃস্বপ্ন ছিলো না তাইতো ছিলো বন্ধ কলম সকাল এবং বিকাল গত একমাস ছিলো আমার দেয়া কবিতার হরতাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।