সার্বিক মূল্য বোধের অধীন, মানুষের স্বছ্চতা এবং স্বাধীনতা, "একমাস দশদিন"(১০-১০-১১ থেকে ২০-১১-১১) স্বপ্নের মত মনে হচ্ছে আমার কিন্তু এই স্বপ্নে আমি আমার জীবনের সব চেয়ে কাছের মানুষটা কে হারালাম,,সব কিছু ঠিক আছে, নেই তুমি।খুব বেশী মনে পড়ে তোমাকে আপু , কেন তুমি চলে গেল এমন করে,,,," আমাদের ক্ষমা কর তুমি সবাই তোমাকে ভুলে যাচ্ছি ধীরে ধীরে, সময়ের অবর্তে " ।সতিই, কি তোমাকে ভুলে থাকতে পারব আমি কোনদিন ? ? ? একজন মানুষের জীবনে সব কিছু হারানোর জন্য খুব সময় দরকার হয় না।খুব অল্প সময়ের সব কিছু বিলীন হয়ে য়ায়।তারপরও আমরা এই স্বপ্ন নিয়ে এগিয়ে চলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।