আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই যখন চলেছি ঐ পথে হেঁটেছি আঙ্গিনায় অস্থির হাটা বারংবার। এরপরে মিশেছি সাগরে ছোট্ট তরি বেয়ে মোরা সাতজনা। পাশে কেউ কি এলে? হাত ধরে দাঁড়াবো বুক উচু করে স্পর্ধা নিয়ে বলে উঠবো "ক্ষুধার রাজ্যে জগতের বায়ু-নদী একাকার" হাইড্রোজেনের অভাব বোধ করছি এই দেশটাতে। তবুও বাঁচতে চাই অনশন করে হলেও আত্মহনন করেছি এই শাহবাগে এসে কিভাবে ফিরবো ভাই মুক্তির স্বাদ না নিয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।