আমাদের কথা খুঁজে নিন

   

সম্ভাব্য ন্যাটো হামলা ঠেকাতে সিরিয়ার জলসীমায় রুশ যুদ্ধজাহাজ

‘মানবিক সহায়তা’র নামে সিরিয়াতে ন্যাটোর সম্ভাব্য অভিযান প্রতিহত করার উদ্দেশ্যে দেশটির জলসীমায় রাশিয়ার যুদ্ধ জাহাজ অবস্থান নিয়েছে। রাশিয়া জানিয়েছে, এই পদক্ষেপের সুস্পষ্ট অর্থ, পশ্চিমকে জানিয়ে দেওয়া যে, সিরিয়ার এই অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগে যে কোনও বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে রাশিয়া। এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ার একটি বার্তা সংস্থা জানিয়েছিল, রাশিয়ার যুদ্ধজাহাজ সময় মতো সিরিয়ার জলসীমায় আসবে। সম্প্রতি রাশিয়া আন্তর্জাতিক মহলের বিপরীতে সিরিয়াকে রক্ষার অবস্থান নিয়েছে। কয়েক দিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ সিরিয়ার চলমান বিক্ষোভকে ও সহিংসতাকে গৃহযুদ্ধ বলে বর্ণনা করেছেন।

মাত্র কয়েক মাস আগেই সাধারণ নাগরিকদের রক্ষার কথা বলে লিবিয়াতে সামরিক অভিযান চালায় ন্যাটো। তাদের সহায়তায়ই লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ চার দশকের শাসনের পতন ঘটে। সেই সঙ্গে বিদ্রোহীদের প্রাণ দিতে হল তাকে। তার পরিবারও দেশ ছাড়া। গত শনিবার ছেলে সাইফ আটক হয়েছেন।

ঠিক একই কায়দায় এখন প্রেসিডেন্ট আসাদের সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও সিরিয়াতে লিবিয়া ধাঁচের অভিযানের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছেন। এদিকে সিরিয়ার ঘটনাকে গৃহযুদ্ধ বলে মানতে নারাজ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা বিশ্বাস করি, আসাদের সরকার নিরপরাধ প্রতিবাদকারীদের ওপর ব্যাপক সহিংসতা, ভীতি প্রদর্শন এবং নিপীড়ন চালাচ্ছে। ’ সিরিয়ার পক্ষে রাশিয়ার অবস্থানের ব্যাপারে ফ্রান্স বিমান বাহিনীর সাবেক প্রধান জ্যাঁ রানু বলেছেন, ‘রাশিয়ার সহায়তা ছাড়া সিরিয়া ন্যাটোর অভিযানের বিরুদ্ধে একেবারে অরক্ষিত।

আমি এখানে সাদামাটাভাবে কোনও সামরিক সমস্যা দেখছি না। পশ্চিমা ব্যবস্থার বিরুদ্ধে সিরিয়ার কোনও প্রতিরক্ষা নেই। ’ তবে এই অভিযান লিবিয়ার চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, এটা হবে বড় ধরনের সামরিক অভিযান। গত মধ্য মার্চ থেকে সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতায় এ যাবত ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এইবার মজা হৈব :প ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.