আমাদের কথা খুঁজে নিন

   

অলিখিত অধ্যায়

হারিয়ে গিয়েছি, এ নয় কোনও জরুরী খবর ... আনমনে সে লিখে চলেছিল অভিযাত্রীদের গল্প। আর তার কলমেই লেখা হয়েছিল অন্য কারো নিয়তি। ... অভিযাত্রী দলের যাত্রা শুরু পৃথিবীর শেষ প্রান্ত থেকে, যেখানে দেখা মেলে ভোরের প্রথম আলোর। এ দলের কারো আগমন ক্ষয়প্রাপ্ত অতীতের পথ ধরে। আবার কেউ এসেছিল সবুজ-স্বপ্নের দেশ থেকে।

ক্ষয়রোগে নিঃশেষ হতে থাকা মানুষগুলোর যাত্রা উষ্ণ,সবুজ অথবা নির্মলের আশায়, আর সবুজ-স্বপ্নের দেশের মানুষগুলো নতুন কোন বিস্ময়-সন্ধান অভিলাষে। পথে তাদের পেরোতে হয় বরফের পাহাড়, যার উপত্যকায়, অদৃশ্য হ্রদে বেখেয়ালে আটকে গেছে কেউ। স্বচ্ছ স্ফটিকে বন্দী মানুষগুলোকে পেছনে ফেলে এগিয়ে যায় বাকিরা। এরপর বিরান মরভূমির রূঢ় বালিঝড়ে সমাধি গড়ে আরো কেউ। আবারও এগিয়ে যাওয়া সমাধিগুলোকে ফেলে।

এবার পাথুরে ধ্বসে নিমজ্জন বাকিদের। শুধু জেগে থাকে অন্য কেউ। থমকে গেছে সময়; হারিয়ে গেছে পথ ... হঠাৎ ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে এক জোড়া হাত। ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে ওঠা হাতজোড়া খুঁজে পায় অন্য কেউ। যাত্রা শুরু এবার পথ খোঁজায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।