- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
'এই আছি' এর মধ্যে সীমাবদ্ধ জীবন কে বা চায়!
পারিপার্শ্বিক আর আকাশটার মাঝে বিস্তর ব্যবধান
তবু তারার আলো খুঁজে মরা হন্যে হয়ে
হঠাৎ একটা চোরা পেরেকের খোঁচায় অস্থির মনন
তবু পাঞ্জেরীর স্বপ্ন বুনা ঝড়ো আঁধারে
রক্ত-মাংসের শরীর, মূলের মাটির টান বড্ড আপন
অথচ প্রশান্তির ছোঁয়া শুধু ঝরণার জলে
মৃত্যু অঘোরে শেষ নিঃশ্বাস ফেলে- বেদম বেখেয়াল
বুঝি, আমি পাগল স্বাভাবিকতার দংশনে।
'এই আছি' এর মধ্যে সীমাবদ্ধ জীবন কেউ চায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।