ভালো লাগে লিখতে তাই লিখি..............
প্রতারণা কপটতা, ভেজাল বা দুর্নীতি
যখন যেটা খুশি সে নামটি ধরে
প্রতারণা করে বন্ধুর সাথে বন্ধু
প্রেমিক করে প্রেমিকার তরে
প্রতারিত করে ভোটারকে প্রার্থী
বাস মালিকের শিকার বাস যাত্রী
প্রতারিত শালা-দুলাভাই, চাচা-ভাজতি
প্রতারিত হয় শিক্ষকের কাছে ছাত্রী
প্রতারিত হয় দেশ, হয় জনগণ
প্রতারিত হয় মানব, মানবের মন
সারাদেশে কারচুপি-
পুত্রের কাছে ঠকে অসহায় পিতা
ঠকাবে তোমায় তোমারই প্রিয় মিতা
প্রতারক গোষ্ঠি, বিশাল বড় সে এক শক্তি
মানুষ খোজে পালাবার পথ, খোজে মুক্তি
মুক্তির পথেও প্রতারণা কম হয়না
মানুষের মাঝে দেখি হ্রিংস-হায়েনা ।
মানুষ ঠকায় ভুয়া পীর-সাধু
ভেজাল ঔষুধ বেচে হয় পশু
চারিদিকে হইচই
লুটপাট গোলযোগ
মানুষ বিক্রি করে নিজের বিবেক
ভেজাল মানুষ তার ভেজাল আবেগ
রক্তের বন্ধন, সে তো ন্যেঁকা সর্ম্পক
মৃত্যু হলেই চলে সম্পত্তি হিসেবের অঙ্ক
লোভী মানুষ, লোভী তার মনের আশা
মিথ্যে তাই প্রেম, পৃথিবীর ভালোবাসা
মিথ্যে আমার লেখা এই কবিতা
প্রতারিত করছি পাঠক আর পাঠিকা ।
চিকিৎসার নামে অর্থের বাণিজ্য
হাহাকার করে যারা দিনহীন-দরিদ্র
মনটি নিয়েও করে কতজনে ছলনা
বিকৃত মানুষ করে মনের বেচা কেনা।
ক্ষমতায় গিয়ে নেতা-নেত্রী পায় যেন স্বর্গ
করে জনতাকে দেওয়া প্রতুশ্রুতিগুলো ভঙ্গ
সমাজ যায় রসাতলে, যায় গোল্লায়
চাঁদাবাজি চলে মহল্লায় মহল্লায়
সর্বত্র প্রতারনা, সৎমানুষ অতি স্বল্প
এই আমাদের জীবনের অলিখিত গল্প।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।