মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! আমি খুঁজিনি তবুও কোন ঝাপসা আলোয় নিজেকে যা দেয়া সেতো পুষিয়ে দিয়েছি সেই কবিতাগুলোকে মনে বন্দি করে নির্বাক পাতা ছিড়ে উড়িয়ে দিয়েছি ভারি কাঁচের আড়ালে ভেজা ঘোলাটে চোখ অভিনীত মাপা হাসি তোমার দু ঠোট চাবির গোছাটা ফেলে দড়জার পাশে বেছে নিয়েছিলে নতুন জীবন লাল, নীল কথাগুলো তেপয়ের ওপর যেমনটা ছিল ঠিক গুছিয়ে রেখেছি ভাঙ্গা কাপটার খাঁজে তোমার ছোঁয়া চায়ের আমেজে আমি মিশিয়ে নিয়েছি এখনো কি মাঝরাতে ঘুম ভেঙ্গে দাড়াও গিয়ে কোন জানালা পাশে না না জানতে চাই না কেইবা এসে করে নেয় তোমায় আপন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।