আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কোথায় খুঁজিছো ঈশ্বর ? তুমি নিজেই যে ঈশ্বর।

প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি কোথায় খুঁজিছো ঈশ্বর ? তুমি নিজেই যে ঈশ্বর । তুমি ছাড়া আর কিছু নেই এই পৃথিবীতে । তুমি কি কখনো নিজেকে খুঁজেছো ? তুমি নিজেকে খোঁজো । দেখবে তুমিই ঈশ্বর ।

তুমি মানুষের কথা ভাবো । মানুষের জন্য কাজ করো । মানুষ বড় অসহায় । সামান্য সাহায্যের জন্য যে মানুষটি তোমার কাছে আসে তাকে তুমি সাহায্য করো । তার কাছে তুমি ঈশ্বর ।

কাজের মধ্য দিয়ে তুমি ঈশ্বরের দর্শন পাবে । কাজ না করে তুমি কখনোই ঈশ্বরের দর্শন পেতে পারো না। একদিন এক ব্যক্তি আমার গাড়িতে উঠেছিল। সে ছিল আমার কাছে অচেনা। সেদিনের কথাবার্তায় বুঝেছিলাম মানুষকে মেরে ফেলতে তার হাত কাঁপে না।

কথায় কথায় তার নাম জেনে নিলাম। নাম রফিক মোল্লা। পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত। সে বলেছিল ওদের কাজ ছেড়ে আমাদের কাজের পেছনে ছুটলে ওদের অফিসে তালা ঝুলিয়ে দেবো। আমি তার কথাকে বিশ্বাস করে তাকে বলেছিলাম, কারোর কাজের পেছনে ছুটবো না, তালা ঝুলিয়ো না।

সে আমার কথা রেখেছিল। আমার অফিসে বহুবার আমার কাছে এসে কথা বলেছে। লোকের মুখে শোনা কথা এই রফিক মোল্লা একজন মানুষের দুটো চোখ উপড়ে নিয়েছিল। রফিক যতবার আমার কাছে এসেছে সমস্যা নিয়ে, আমি সেই সমস্যা সমাধান করে, কখন যে আমি রফিকের কাছে বন্ধু হয়ে গেছি নিজেই জানি না। একদিন কাজের সূত্রে বদলি হয়ে অন্যত্র গেলাম।

সেখানে যাবার কয়েকদিন পরে আমার কাছে সংবাদ এলো রফিক খুন হয়েছে। তার গলা কেটে দিয়েছে। সংবাদ শোনার পর দুঃখ পেলাম। এমনভাবে কেন তার মৃত্যু হলো ? একজন খারাপ মানুষের মধ্যেও আমি ভালো মানুষ খুঁজে পেয়েছিলাম। আর এগুলো খুঁজে পাওয়া যায় কাজের মধ্যে।

রফিক হারিয়ে গেছে। কিন্তু আমার হৃদয়ে সে আজও রয়ে গেছে। তার পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা । সবাই বেঁচে থাকুক কাজের মধ্যে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.