আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কোথায় কোথায় ঘুরেছেন? আসেন শেয়ার করি!

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।

আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি তাও মনে হয় কিছুই দেখা হয়নি। আমরা যদি শেয়ার করতে পারি বাংলাদেশের আর কোথায় কোথায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যায় ইত্যাদি। তাহলে ব্লগের অনেক বন্ধুরা সেসব যায়গায় ভ্রমনে যেতে উৎসাহিত হবে।

আমি বান্দরবানে গেছি তিনবার (অব্শ্যই রিমোট এরিয়াতে), সিলেটে দুইবার, শ্রীমঙ্গলে (হামহাম সহ) তিন বার। এছাড়া কক্সবাজার, মহেশখালী, নিঝুমদ্বীপ, সেন্টমার্টিন তো গেছিই একাধিক বার। ময়মনসিংহ শিল্পাচার্যের বাড়ী, বিশ্বকবির কুটিবাড়ী, রামুর বৌদ্ধবিহার। আর ঠিক মনে আসছে না। বাদ দিন আমার কথা, আপনি দেশ-বিদেশ কোথায় কোথায় ঘুরেছেন কেমন মজা করেছেন কি কি দেখেছেন, কি খেয়েছেন, কি ভালো লেগেছে তা জানাতে পারেন।

ব্লগ বা ফেবুতে বৃত্তানত লেখা থাকলে লিংক দিতে পারেন। আমার কিছু লেখা লেখিতে ঘুরে আসতে পারেন.... ১. ছবি ব্লগ: রাতারগুল-লালাখাল-জাফলং-হামহাম-লাউয়াছড়া-মাধবপুর লেক] ২. রাতারগুল-লালাখাল-জাফলং-হামহাম-লাউয়াছড়া-মাধবপুর লেক-ঘুরে এলাম.. . ৩. উঠট্যা পড়। চল তাজিংডং জয় করে আসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.