আমার এখানে প্রবেশের পূর্বে একবার ভাবুন, ভাল কিছু পাবেননা। ভাল কিছু দিয়ে যেতে পারলে ওয়েলকাম।
দুই বন্ধু বের হলো শীকার করতে। দুই জনি অনেক দুর চলে যায় বনের ভিতর। কিন্তু কোন শিকার পেলনা।
এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ক্লান্ত শ্রান্ত দুজনিই ভাবছে এত ঘুরেও একটা শিকারও পেলামনা। সুতারাং বাড়ি ফেরা উচিত। কিন্তু কি করে ফেরা?? সন্ধ্যাযে হয়ে এলো। বাড়ি পৌছতে রাত হয়ে যাবে ।
সামনেও বন পাহাড়, পিছনেও বন পাহাড়। বনে যে বাঘ ভাল্লুকের ভয়। কি করবে সেটা নিয়ে বিষম চিন্তায় পড়ে গেল দুজন। এমন জায়গায় তারা এসে পড়লোযে আশে পাশে কোন ঘর বাড়িও নেইযে সেখানে গিয়ে আশ্রয় নিবে। এসব ভাবতে ভাবতে তারা একটা চন্দন গাছের নীচে এসে পৌঁছলো।
ওদের কথা বার্তা শুনে চন্দন গাছের কেমন জানি একটু দয়া হলো। চন্দন গাছ তাদের বল্লো আমি তোমাদের সাহায্য করতে পারি। আমার শরীরের ভিতর তোমরা আশ্রয় নিতে পারো। ওরা ভাবলো তাইতো ভালো। চন্দন গাছ দুভাগ হয়ে গেল।
ওরা চন্দর গাছের ভিতর ঢুকে গেল। আবার চন্দন গাছ আগের মতোই বন্ধ হয়ে গেল। রাতে অনেক বাঘ ভাল্লুক এসে হাউ কাউ গর্জন করে কাইকে না পেয়ে চলে গেল। ভোরে চন্দন গাছ আবারো দু ভাগ হয়ে গেল। তারা নিরাপদ একটা রাত কাটাতে পেরে চন্দন গাছের হাজার শুকরিয়া জানিয়ে আবারও শিকারের খুঁজে সামনের দিকে পথ চলা আরম্ভ করলো।
যেতে যেতে তারা একটা রাজার দেশে এসে পৌছলো । কিন্তু তারা এসেই শুনলো ওই দেশের রাজার মৃত্যুর সংবাদ। রাজার নাম হরিপতি। রাজার জ্বালানোর জন্য চাই চন্দন গাছ। ওই দেশে কোথায় চন্দন গাছ পাওয়া যাচ্ছিলনা।
তাই রাজার বৃত্যরা ঢোল পিটিয়ে এলান করতে লাগলোযে, যে রাজার জন্য চন্দন গাছ এনে দিতে পারবে কিংবা চন্দন গাছের খোঁজ দিতে পারবে তাকে প্রচুর এনাম দেয়া হবে। ওরা এটা শুনেতো অবাক এত পুরুষ্কার??? তারাতো খুশিতে নাচে এই অবস্থা। কারন তারাতো একচা চন্দন গাছের খোজ জানেই। যে কিনা তাদের বিপদে আশ্রয় দিয়েছিল। তারা রাজার সিপাইদের তাদের কথা জানালো।
সিপাহীতো খুশিতে আত্মহারা। তারা জানতে চাইলো কোথায় সে গাছ। উত্তরে তারা বলে সেটা গভীর বনে। সিপাই বলে সে কোন সমস্যা না। রাজার হাজার সৈন্য নিয়ে সিপাইরা ঠিক তখনি রাওনা দিল।
ওরা দেখিয়ে দিলো ওই যে চন্দন গাছ। রাজার সিপাইতো এত পাকা পুক্ত চন্দন গাছ পেয়ে যারপরনাই খুশি। তারা সময় নষ্ট না করে তৎক্ষনাতই চন্দন গাছ কাটা আরম্ভ করে দিলো। এতে কষ্ট পেয়ে চন্দন গাছ ওই দুই বন্ধুকে উদ্দেশ্য করে বলতে লাগলো।
কোথায় চন্দন কোথায় কান্দন
কোথায় হরিপতি রাজ
অমানুষের সাথে প্রেম করিয়া
ফুলে ফলে নাশ
কি শিখলেন ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।